মুম্বই: বলিউড অভিনেত্রী হয়ে আন্তর্জাতিক স্তরে নিজেকে ক্রমশ অত্যন্ত জনপ্রিয় করে তুলছেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। বলিউড ছবির পাশাপাশি তিনি অভিনয় করছেন জনপ্রিয় হলিউড ছবিতে। সদ্য কিছুদিন আগেই হলিউড ছবির ঝলকে তাঁর উপস্থিতি নজর কেড়েছে। সদ্যই তাঁকে বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিনের কভারে দেখা যাচ্ছে। তাই প্রিয়ঙ্কা চোপড়ার জনপ্রিয়তা বিশ্বজুড়ে। ছবির কথা বলার সময় এক সাক্ষাতকারে প্রিয়ঙ্কা চোপড়া জানালেন তাঁর ভবিষ্যত পরিকল্পনার কথা। নিক জোনাসের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে বেশ কয়েক বছর হল। কবে তাঁরা সন্তান নেওয়ার, মা-বাবা হওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের, সেকথা খোলাখুলি জানিয়ে দিলেন অভিনেত্রী।
সম্প্রতি এক ম্যাগাজিনে সাক্ষাতকার দেওয়ার সময় প্রিয়ঙ্কা চোপড়া বলেন, 'ওরা (বাচ্চারা) আমাদের ভবিষ্যতের স্বপ্ন। আমাদের ভবিষ্যত পরিকল্পনায় অবশ্যই এগুলো রয়েছে। কিন্তু ঈশ্বরের ইচ্ছায় যখন যেটা হওয়ার তখনই সেটা হবে।' সাক্ষাতকারে যখন প্রিয়ঙ্কা চোপড়াকে প্রশ্ন করা হয় যে, তিনি এবং নিক জোনাস তাঁদের পেশাদার জীবনে এতটাই ব্যস্ত রয়েছেন, তাতে সন্তান পরিকল্পনার সময় কি আদৌ পান? উত্তরে দেশি গার্ল বলেন, 'আমরা এভাবে কখনও ভেবে দেখিনি। আর এটা কোনও অনুশীলন করার ব্যাপার নয়। আগেই জানিয়েছি, যেটা যখন হওয়ার সেটা তখনই হবে।' এরই সঙ্গে অভিনেত্রী জানান, জীবনে সন্তান আসলে তার জন্য তিনি এবং স্বামী নিক জোনাস দুজনেই তৈরি।
আরও পড়ুন - Sanjay Dutt Upcoming Film: সঞ্জয় দত্তের কোন কোন ছবি মুক্তি পাবে সামনে?
প্রসঙ্গত, কিছুদিন আগেই নিক জোনাসের সঙ্গে প্রিয়ঙ্কা চোপড়ার ব্যক্তিগত সম্পর্কের ফাটলের গুঞ্জন রটেছিল। অভিনেত্রী নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডল থেকে স্বামীর জোনাস পদবি সরিয়ে দেওয়ার পরই এই গুঞ্জন আরও জোরাল হয়। যদিও পরবর্তীকালে ফের একসঙ্গে ছবি শেয়ার করে গুজব যে মিথ্যে, তা প্রমাণ করেন নিক-প্রিয়ঙ্কা। দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়াকে শেষবার দেখা গিয়েছে হলিউড ছবি 'ম্যাট্রিক্স রিসারেকশন'-এ। তাঁকে খুব শীঘ্রই দেখা যাবে ফারহান আখতারের 'জি লে জারা' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আরও দুই বলি ডিভা। ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভট্টকে দেখা যাবে এই ছবিতে।