কলকাতা: প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) আপাতত 'হেডস অফ স্টেট'-এর জন্য আলোচনায় রয়েছেন। সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন যার পর থেকে তিনি আলোচনায় ফের। অনুরাগ বসু (Anurag Basu)-র 'বরফি' সিনেমার একটি ঘটনা শুনিয়েছেন তিনি।
প্রিয়ঙ্কা চোপড়া তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, 'বরফি'-র ওয়ার্কশপের সময় তাঁর কী খারাপ অবস্থা হয়েছিল। প্রিয়ঙ্কা চোপড়া পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন- 'আমরা গবেষণায় ডুবে গিয়েছিলাম, পড়াশোনা, ভিডিও দেখা, অটিজম-এ আক্রান্ত শিশুদের সঙ্গে মিটিং এবং অফিসে ব্যায়াম করতাম। একদিন অনুরাগ বসু আমায় বলেন, হিন্দিতে গালাগালি দিতে। আমি লজ্জিত হয়েও চেষ্টা করেছিলাম। এটা মজাদার ছিল এবং এটি আমাকে আমার কমফোর্ট জোন থেকে বের করে এনেছিল এবং তারপর 'বসু-স্টাইল' অনুশীলনের পরে, ঝিলমিলের জন্ম হয়। বেশিরভাগ বরফি-ঝিলমিলের দৃশ্য কোনো প্রস্তুতি ছাড়াই করা হয়েছিল।'
কীভাবে 'বরফি'-তে ঝিলমিলের চরিত্রটি পেলেন?প্রিয়াঙ্কা চোপড়া শেয়ার করেছেন যে তাঁর হাত থেকে এই ছবি প্রায় ফসকে গিয়েছিল, কারণ যখন অনুরাগ বসু তাঁকে ছবিটি অফার করেন, তখন তিনি ফিল্মমেকারের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে গিয়েছিলেন। অভিনেত্রী তাঁর পোস্টে জানিয়েছেন- 'জানুয়ারি ২০০৯-এ আমি নিউ ইয়র্কে 'ঞ্জানা ঞ্জানি'-র শুটিং করছিলাম, তখন রণবীর কাপুর তাঁর নতুন ছবি বরফি-র কথা বলেন, যেটি অনুরাগ বসু বানাচ্ছিলেন। আমিও তাঁর কাজের প্রশংসা করি।'
অভিনেত্রী আরও লিখেছেন- 'যখন তিনি আমাকে ঝিলমিলের চরিত্রটি অফার করেন, তখন আমি খুব খুশি হয়েছিলাম। আমরা মুম্বইয়ে তাঁর বাড়িতে দেখা করি, তখন আমি সেজেগুজে একটি ইভেন্ট থেকে ফিরেছিলাম, কিন্তু তিনি আমাকে দেখে বললেন যে ঝিলমিল হিসাবে তিনি আমাকে ভাবতে পারছেন না, তবে আমরা তবুও ৫ দিনের একটি ওয়ার্কশপের জন্য রাজি হয়ে গেলাম।'
'বরফি'-র ঝিলমিল অন্যতম স্মরণীয় চরিত্র তাঁর কাস্টিং নিয়ে কথা বলতে গিয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন- 'বরফি আমার অন্যতম মূল্যবান ছবি। রবি বর্মনের সিনেমাটোগ্রাফি সেরা ছিল। সুন্দরী ইলিয়ানা ডিক্রুজ শ্রুতিকে একটি অসাধারণ রূপ দিয়েছেন, রণবীর একজন তারকার মতো উজ্জ্বল হয়েছিলেন এবং অনুরাগ স্যার ছিলেন অসাধারণ, সৌম্য এবং চঞ্চল। তাঁর গল্প বলার কৌশল জাদুপূর্ণ'।