মুম্বই: মা-বাবার বিবাহ বার্ষিকী (Wedding Anniversary)। নিজের সোশ্যাল মিডিয়ায় মিষ্টি পোস্ট করে অনুরাগীদের সেই কথা জানালেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। বাবাকে হারিয়েছেন বেশ কিছু বছর আগেই। সেই সময় প্রবলভাবে ভেঙে পড়েন অভিনেত্রী। এদিন প্রয়াত বাবাকে স্মরণ করে মিষ্টি পোস্ট করলেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে 'দোস্তানা' (Dostana) অভিনেত্রী মা-বাবার একটি ছবি পোস্ট করেন। আবেগঘন মুহূর্তের ছবিতে অভিনেত্রী লেখেন, 'আমি ঠিক এভাবেই তোমাদের বিবাহবার্ষিকী মনে রাখি। মিস করি বাবা। ভালবাসি।'
ছবিতে প্রিয়ঙ্কা চোপড়ার মায়ের হাতে গোলাপ তুলে দিচ্ছেন তাঁর বাবা। দু'জনের মুখেই চওড়া হাসি। প্রিয়ঙ্কার বাবা মারা যান ২০১৩ সালে, দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে। বাবার খুব কাছের প্রিয়ঙ্কা। তাঁর হাতে একটা ট্যাটুও আছে যেখানে লেখা, 'বাবার ছোট্ট মেয়ে' (Daddy's lil girl)।
কাজের ক্ষেত্রে প্রিয়ঙ্কাকে সম্প্রতি দেখা গেছে 'দ্য ম্য়াট্রিক্স রেসারেকশনস' ছবিতে। কাজ শেষ করেছেন 'টেক্স ফর ইউ' কমেডি ছবির।
আরও পড়ুন: 'Ami O Apu' Release Date: ১১ মার্চ প্রেক্ষাগৃহে সাদা কালো ফ্রেমে ফিরছে 'আমি ও অপু'
সম্প্রতি নতুন দায়িত্বও সামলাতে শুরু করেছেন পিগি চপস। অভিনেত্রী ও তাঁর স্বামী নিক জোনাস এখন মা-বাবা। তাঁদের কোল আলো করে এসেছে সন্তান। মা হওয়ার তাঁর প্রথম পোস্ট ভরে শুভেচ্ছায়। পিগি চপসের ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে হাজির অনুরাগীরা। বেশিরভাগই তাঁকে স্বাগত জানান 'নতুন মা' বলে। একজন লেখেন, 'হ্যালো মাম্মি!' অপর একজন লেখেন, 'ওয়েলকাম ব্যাক মাম্মা'। গত ২২ জানুয়ারি তারকা দম্পতি প্রথম সন্তানের সুখবর দেন।
ইনস্টাগ্রামে পোস্ট করে প্রিয়ঙ্কা চোপড়া লেখেন, 'আমরা অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে নিশ্চিত করছি যে আমরা সারোগেসির মাধ্যমে এক সন্তান এনেছি। এই বিশেষ সময়ে শ্রদ্ধার সঙ্গে সকলের কাছ থেকে ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি কারণ এখন আমরা পরিবারে বেশি নজর দিতে চাই। অসংখ্য ধন্যবাদ।' পোস্টে ট্যাগ করেছেন সদ্য বাবা হওয়া নিক জোনাসকে।