নয়া দিল্লি: ফের ট্রেনে আগুন। রেল সূত্রে খবর, বিহারের মধুবনী স্টেশনে দাঁড়িয়ে থাকা স্বতন্ত্র সেনানি সুপারফাস্ট এক্সপ্রেসের খালি কামরায় আগুন লাগে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। পৌনে ১০টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল, তা স্পষ্ট নয়।
পূর্ব-মধ্য রেলের অফিসিয়াল সূত্রে খবর, কোনও যান্ত্রিক সমস্যার কারনে ইঞ্জিন এবং প্রথম কামরার সংযোগস্থলে কোনও শর্টসার্কিট অথবা যান্ত্রিক ত্রুটি থেকে প্রথম কামরায় আগুন লেগে যায়। এরপরই তা হয়ত কামরাতে ছড়িয়ে পড়ে, এমনটাই প্রাথমিক অনুমান।
সকাল ৯.৫০ নাগাদ এই ঘটনাটি ঘটে। যদিও ট্রেনটি খালি থাকায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কিভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
রেলের তরফে বলা হয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেলের উচ্চপদস্ত আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। সরকারী রেলওয়ে পুলিশ/রেল সুরক্ষা বাহিনী তদন্ত করছে। রেলওয়ে প্রশাসন এটিকে খুব গুরুত্ব সহকারে দেখছে। একটি উচ্চ পর্যায়ের তদন্তও করা হবে বলে খবর। রেলের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।