তিনি ও মা অসুস্থ, জানালেন প্রিয়ঙ্কা চোপড়া
Web Desk, ABP Ananda | 21 Mar 2018 05:29 PM (IST)
মুম্বই: অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া ও তাঁর মা মধু চোপড়া অসুস্থ। ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে নিজেই এ কথা জানিয়েছেন প্রিয়ঙ্কা। আবহাওয়া বদলের কারণেই তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’-র তৃতীয় মরসুমের শ্যুটিং শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন প্রিয়ঙ্কা। এরপরেই অসুস্থ হয়ে পড়লেন তিনি। তাঁর দ্রুত সুস্থতার কামনা করছেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কার জনপ্রিয়তা ঈর্ষণীয়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ২২ মিলিয়নেরও বেশি। সামান্য এগিয়ে থেকে ভারতে প্রথম ইনস্টাগ্রাম পুরস্কার পেয়েছেন দীপিকা পাড়ুকোন।