কেন এখনও নতুন কোনও হিন্দি ছবি করছেন না, জানালেন প্রিয়ঙ্কা চোপড়া
ABP Ananda, Web Desk | 14 Apr 2018 03:30 PM (IST)
মুম্বই: কোয়ান্টিকো সিরিজের শ্যুটিংয়ে ব্যস্ত প্রিয়ঙ্কা চোপড়া আপাতত আয়ারল্যান্ডে। কালেভদ্রে মুম্বই আসেন, ফ্যানেরা উৎসুক হয়ে ওঠেন, এবার হয়তো নতুন হিন্দি ছবিতে হাত দেবেন তিনি। কিন্তু সে আর হয় না। প্রিয়ঙ্কাকে শেষ দেখা গিয়েছে ২০১৬-য়, প্রকাশ ঝার জয় গঙ্গাজল ছবিতে। তারপর থেকে আর বলিউডে নেই তিনি। তবে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন, নীচে লিখেছেন, চিত্রনাট্য পড়ছেন, সবকটাই ভাল লাগছে। তবে প্রিয়ঙ্কা বলেছেন, আগ্রহী হয়ে ওঠেন এমন কোনও চিত্রনাট্য এখনও হাতে আসেনি তাঁর। অপেক্ষা করছেন, পেলেই কাজ শুরু করবেন। এমন নয় যে তিনি কাজই করছেন না। তাঁর মার্কিন টেলিভিশন সিরিয়াল কোয়ান্টিকো ভারত সহ ৬৪টি দেশে দেখানো হচ্ছে, এ বছরই প্রযোজনা করছেন ৭টি ছবি। শোনা যাচ্ছে, প্রয়াত মহাকাশচারী কল্পনা চোপড়ার জীবনীতে কাজ করতে আগ্রহী প্রিয়ঙ্কা। কিন্তু তিনি বা ছবির নির্মাতারা- কেউই এ ব্যাপারে কিছু বলেননি।