‘সাবধান! তৈমুর থেকে বিপদ তোমার’, কেন অক্ষয়কে করিনা বললেন এ কথা?
ABP Ananda, Web Desk | 14 Apr 2018 01:22 PM (IST)
মুম্বই: করিনা কপূর এখন ব্যস্ত সন্তান হওয়ার পর তাঁর প্রথম ছবি ভীরে দি ওয়েডিং নিয়ে। তার মধ্যেই ছেলে তৈমুরকে যতটা সম্ভব সময় দেন তিনি। আর বছর দেড় বছর না হলেও তৈমুর তো এখনই তারকা। যেমন তার অনুগামী সংখ্যা, তেমনই তাকে ঘিরে থাকেন পাপারাজ্জির দল। এবার করিনা তাঁর সহ অভিনেতা ও ঘনিষ্ঠ বন্ধু অক্ষয় কুমারকে তৈমুরকে নিয়ে ভয় দেখিয়েছেন। এক অনুষ্ঠানে তিনি অক্ষয়কে বলেন, তৈমুর কিন্তু তোমার সামনে বিপদ, আমি বলছি তোমায়। ওর যত ভক্ত, তত তোমারও নয়। খোলাখুলি চ্যালেঞ্জ। যদিও করিনা ব্যক্তিগতভাবে চান না, তৈমুরকে নিয়ে বেশি হইচই হোক। যেভাবে মাত্র ১৪ মাসের তৈমুরের দিকে সংবাদমাধ্যম নজর রাখছে, তার প্রতিটি পদক্ষেপ ক্যামেরা ধরে ফেলছে, তার পোশাক আশাক, আচার আচরণ সব কিছু সকলের সামনে চলে আসছে তাতে তিনি উদ্বিগ্ন। নিজেই বলেছেন, জানি না, কীভাবে এসব বন্ধ হবে। সংবাদমাধ্যম সারাক্ষণ তাড়া করছে ওকে।