দিনকয়েক আগে গ্লোবাল গোলস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে নারী সশক্তিকরণের কথা বলেছিলেন। আর এবার ইউনিসেফের এই গুডউইল অ্যাম্বাসাডর দেখা করেছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের সঙ্গে। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন তিনি।
মালালাও টুইটারে শেয়ার করেছেন তাঁর ও প্রিয়ঙ্কার ছবি। লিখেছেন, প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে দেখা হয়েছে, বিশ্বাসই হচ্ছে না।
জবাবে প্রিয়ঙ্কা লিখেছেন, আমারই বিশ্বাস হচ্ছে না তোমার সঙ্গে দেখা হয়েছে। তুমি এত ছোট একটা মেয়ে অথচ এত বড় হৃদয় আর এত সাফল্য..।