লস অ্যাঞ্জেলস:  মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের পরেরদিনই ওয়াশিংটন ডিসিতে মহিলারা প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলেন। সেই মিছিলে নিজে শারীরিক ভাবে উপস্থিত না থাকতে পারলেও, এই প্রতিবাদ মিছিলকে সমর্থন জানিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।





প্রিয়ঙ্কা টুইট করে বলেছেন, আমি এই শান্তিপ্রিয় ট্রাম্প বিরোধী মিছিলের অংশ না হতে পারার জন্যে দুঃখিত। তবে আমার প্রতিবাদীদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। এইমুহূর্তে প্রিয়ঙ্কা লস অ্যাঞ্জেলসে রয়েছেন 'বেওয়াচে'র শ্যুটিংয়ের জন্যে। লস অ্যাঞ্জেলসে ফিরে টুইটে অভিনেত্রী লিখেছেন