মুম্বই: বয়ফ্রেন্ড নিক জোনাসকে মুম্বই নিয়ে এসেছেন প্রিয়ঙ্কা চোপড়া। পরশু রাতে তাঁকে নিয়ে ডিনারে যান তিনি। তখন সকলের নজর পড়ে তাঁর পোশাকের ওপর।

ডিনার ডেটে প্রিয়ঙ্কা পরেছিলেন সাদা কালো টপ আর স্কার্ট। দেখতে খুব যে চটকদার তা নয়, তবে ভাল লাগছিল প্রিয়ঙ্কাকে। কিন্তু সেই পোশাক, ব্যাগ আর জুতোর দাম জানলে আপনার মাথা ঘুরে যেতে বাধ্য।

এএলসি ব্র্যান্ডের টপ আর স্কার্ট পরেছিলেন বাজিরাও মস্তানি-র কাশীবাঈ। টপের দান ১৬,৩৬৮ টাকা, স্কার্ট ২৮,৯৫৮। ব্যাগের দাম ৭,৮০,৪৪৬ টাকা ও পায়ের স্যান্ডেলের দাম ৫৭,৩৪৫ টাকা।





প্রিয়ঙ্কার সঙ্গে নিকের দেখা হয় গত বছর মেট গালা অনুষ্ঠানের লাল কার্পেটে। তখন থেকেই তাঁদের ঘনিষ্ঠতা, তারপর প্রেম।