মস্কো:  সুইডেনের বিরুদ্ধে নাটকীয় জয় জার্মানির। টোনি ক্রুসের শেষ মুহূর্তের অনবদ্য গোলে সুইডেনকে হারাল গতবারের চ্যাম্পিয়নরা। নক আউটের আশা জিইয়ে রাখল জোয়াকিম লো-র দল।


 

এক্ষেত্রে একটি শব্দই ব্যবহরা করা যায়, জার্মানির অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটল গতকালের ম্যাচে। জার্মানি মানেই শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া। শেষপর্যন্ত হাল না-ছাড়া। রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই স্বমহিমায় ফিরল সেই জার্মানি।

বিশ্বকাপের প্রথম ম্যাচে কোথায় যেন হারিয়ে গিয়েছিল জার্মানির সেই পুরনো গতি। সুইডেনের বিরুদ্ধে সেই গতি, ঝাঁঝ আবার ফিরল দলে, দেখলেন জার্মান সমর্থকরা। মেক্সিকোর বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচেই ধরা পড়েছিল জার্মানির দুর্বলতা। শনিবার সুইডেনও জার্মানিকে বধ করার লক্ষ্য নিয়ে একই ছকে খেলতে শুরু করে প্রথম থেকে। ম্যাচের প্রথমার্ধে সুইডেনের সেই ছক সফলও হয়। প্রথম থেকেই জার্মানদের বিরুদ্ধে সমানতালে লড়ছিল তারা। ৩২ মিনিটে তৈভোনেনের গোলে এগিয়ে যায় সুইডিশরা। দ্বিতীয়ার্ধের ৩ মিনিটের মাথায় জোয়াকিম লো-র দলের হয়ে গোল শোধ করেন মার্কো রিউস।

এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণের তেজ বাড়াতে জুলিয়ানের পরিবর্তে স্ট্রাইকার মারিয়ো গোমেজকে নামান লো। যদিও তারপরও বজায় ছিল অস্বস্তি। ৮২ মিনিটে জেরোম বোয়েতেঙ দ্বিতীয়বার হলুদকার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর  চাপে পড়ে যায় জার্মানি। ৮৭ মিনিটের মাথায় মারিও গোমেজের হেড দুরন্তভাবে বাঁচান সুইডিশ গোলকিপার। জুলিয়ান ব্রান্টের শট গোল পোস্টে লাগে। তখন মনে হচ্ছিল দিনটা জার্মানির নয়। কিন্তু সবার যেটা মনে সেটা বদলে দিতে পারে চ্যাম্পিয়নরাই।

অবশেষে শেষমুহূর্তের অবিশ্বাস্য গোলে জার্মানিকে জেতালেন টোনি ক্রুস।