লস অ্যাঞ্জেলেস: আসন্ন টরোন্টো চলচ্চিত্র উত্সবে সম্মানিত করা হবে অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে।  আগামী ৬ সেপ্টেম্বর টরোন্টো চলচ্চিত্র উত্সব শুরু হচ্ছে। জানা গেছে, বেল লাইটবক্সে আয়োজিত ৪২ তম এই  চলচ্চিত্র উত্সবে আর্টিস্টিক ডিরেক্টর ক্যামরন বেলির সঙ্গে আলাপচারিতায় সামিল হবেন প্রিয়ঙ্কা। বলিউড আইকন হিসেবে নিজের কেরিয়ার সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা জানাবেন ‘মেরি কম’ অভিনেত্রী। ২০০৯- ২০১৪ পর্যন্ত বলিউডের প্রথমসারির অভিনেত্রী ধারাবাহিক ‘কোয়ান্টিকো’ এবং ‘বেওয়াচ’ সিনেমার মাধ্যমে হলিউডে পদার্পণ করেছেন। ইউনিসেফ-এর শুভেচ্ছা দূত হিসেবে এবং স্বাস্থ্য  ও শিক্ষা সংক্রান্ত প্রিয়ঙ্কা চোপড়া ফাউন্ডেশন নিয়ে সক্রিয়তার জন্য অভিনেত্রীকে সম্মান জানানো হবে টরোন্টো চলচ্চিত্র উত্সবে।