মুম্বই: আরও একটি পালক প্রিয়ঙ্কা চোপড়ার মুকুটে। ২০১৭-র ৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড বিজেতাদের পুরস্কৃত করবেন তিনি। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট খবরটি টুইট করে। সেটি রিটুইট করে প্রিয়ঙ্কা এই প্রস্তাব মেনে নেওয়ার কথা জানিয়েছেন। ৮ তারিখের অনুষ্ঠানে বাজিরাও মস্তানি অভিনেত্রী চলচ্চিত্র ও টেলিভিশনের দুনিয়ায় সবথেকে ঝলমলানো তারকাদের হাতে পুরস্কার তুলে দেবেন। তাঁর সঙ্গে থাকবেন অভিনেত্রী অ্যামি শুমের, জো সালডানা ও ব্রি লার্সন। ৩৫ বছরের প্রিয়ঙ্কা মার্কিন টেলিভিশন সিরিয়াল ‘কোয়ান্টিকো’-য় কাজ করে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন। ২০১৭-য় মুক্তি পাবে তাঁর প্রথম হলিউডি ছবি ‘বেওয়াচ’।