নিউইয়র্ক: বলিউড ডিভা মাধুরী দীক্ষিতের জীবন নিয়ে একটি কমেডি সিরিজ তৈরি হতে চলেছে মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসিতে। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন আবার আর এক বলিউড অভিনেত্রী। তিনি হলেন প্রিয়ঙ্কা চোপড়া। সূত্রের খবর এখনও নামকরণ করা হয়নি এই কমেডি সিরিজটির। তবে মাধুরীর বাস্তব জীবনের বহু ঘটনা এবার পর্দায় দেখা যাবে এই কমেডি সিরিজের সৌজন্যে। জানা গিয়েছে, মাধুরী নিজেও এই প্রজেক্টের সহকারী প্রযোজনার দায়িত্বে রয়েছেন।
সূত্রের তরফে জানা গিয়েছে, কমেডি সিরিজে দেখানো হবে সেই দিনগুলো, যখন মাধুরী গ্ল্যামার দুনিয়া ছেড়ে বিয়ে করে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন। সেই সময়ে মাধুরীর উদ্দাম জীবন একমুহূর্তের জন্যে হলেও থমকে গিয়েছিল মার্কিন মুলুকের শান্ত ডেনেভারে এসে। তবে সেই নিঃস্তরঙ্গ জীবনে রঙ এনেছিলেন মাধুরী। পারিবারিক জীবন কাটিয়ে মাত্র পাঁচ বছর আগে ফের মাধুরী ফেরেন গ্ল্যামার জগতে।
শোয়ের জন্যে চিত্রনাট্য লিখছেন জেনারেল হসপিটাল:নাইট শিফট খ্যাত লেখক শ্রী রাও। অন্যান্য যাঁরা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা হলেন মার্ক গর্ডন, নিক পিপার।
মাধুরী দীক্ষিতের জীবন নিয়ে তৈরি হচ্ছে মার্কিন কমেডি সিরিজ, প্রযোজনায় প্রিয়ঙ্কা চোপড়া ও ডিভা স্বয়ং
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jul 2017 01:18 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -