স্যালুটে আমিরের বিপরীতে দেখা যেতে পারে প্রিয়ঙ্কাকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Sep 2017 09:02 AM (IST)
মুম্বই: শোনা যাচ্ছে প্রিয়ঙ্কা চোপড়ার আমির খানের সঙ্গে একটি ছবি করার কথা চলছে। গুসতাখিয়াঁয় কাজ করতে রাজি হননি প্রিয়ঙ্কা। তবে স্যালুট ছবিতে অভিনয় করতে পারেন তিনি। ওই ছবিতে আমিরকে দেখা যাবে নভোচারী রাকেশ শর্মার ভূমিকায়। প্রিয়ঙ্কা করতে পারেন আমিরের স্ত্রীর চরিত্র। তা হলে এই প্রথম এক সঙ্গে কাজ করবেন আমির ও প্রিয়ঙ্কা। অবশ্য আমিরের নায়িকা হিসেবে ফতিমা সানা শেখের নামও শোনা যাচ্ছে। ছবিটি পরিচালনা করবেন মহেশ মাথাই।