মুম্বই: তাঁর টিভি সিরিয়াল কোয়ান্টিকো-য় ভারতীয়দের জঙ্গি হিসেবে তুলে ধরা হয়েছে। এ জন্য সোশ্যাল মিডিয়ায় ধিক্কৃত হলেন প্রিয়ঙ্কা চোপড়া। সকলের প্রশ্ন, দেশ থেকে এত ভালবাসা, সম্মান পাওয়া সত্ত্বেও নিজের শো-তে কীভাবে দেশেরই মানুষকে জঙ্গি হিসেবে দেখাতে পারলেন তিনি!
কোয়ান্টিকো ৩-র গত এপিসোডে দেখানো হয়েছে, কয়েকজন ভারতীয় নিউ ইয়র্কের ম্যানহাটান পরমাণু হামলা চালিয়ে ধ্বংস করার চেষ্টা করে, তারপর দোষ চাপানোর চেষ্টা করে পাকিস্তানের ঘাড়ে। সোশ্যাল মিডিয়া প্রশ্ন তুলেছে, যে প্রিয়ঙ্কাকে তাঁর অনুরাগীরা দেশি গার্লের তকমা দিয়েছেন, তিনি এভাবে দেশের অবমাননার প্রতিবাদ করলেন না কেন।
[embed]https://twitter.com/KyaUkhaadLega/status/1003870690859089920[/embed]
একজন মন্তব্য করেছেন, এ ধরনের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রিয়ঙ্কার লজ্জা হওয়া উচিত। নিজেকে আর তিনি ভারতীয় বলেন কেন। আর একজন বলেন, এ কী ধরনের এপিসোড! ভারতীয়রা কিনা জঙ্গি হামলার ঘটনায় ফাঁসানোর চেষ্টা করছে পাকিস্তানকে!
[embed]https://twitter.com/ask0704/status/1003187132876427264?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Fbollywood%2Fpriyanka-chopra-trolled-on-social-media-for-portraying-indian-as-terrorists-in-quantico-3-878967[/embed]
[embed]https://twitter.com/dhanashree0110/status/1003485269272621056?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Fbollywood%2Fpriyanka-chopra-trolled-on-social-media-for-portraying-indian-as-terrorists-in-quantico-3-878967[/embed]
[embed]https://twitter.com/proudBJPsupport/status/1003499939194908678?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Fbollywood%2Fpriyanka-chopra-trolled-on-social-media-for-portraying-indian-as-terrorists-in-quantico-3-878967[/embed]
[embed]https://twitter.com/DawnMarissa1/status/1003468696369672192?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Fbollywood%2Fpriyanka-chopra-trolled-on-social-media-for-portraying-indian-as-terrorists-in-quantico-3-878967[/embed]
শুধু প্রিয়ঙ্কা নন, কোয়ান্টিকো নির্মাতাদেরও ধিক্কারে ভরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া। কোয়ান্টিকো ৩-ই অবশ্য এই সিরিয়ালের শেষ সিজন। টিআরপি ক্রমাগত পড়তে থাকায় সংশ্লিষ্ট চ্যানেল এটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোয়ান্টিকো-য় জঙ্গি হিসেবে দেখানো হয়েছে ভারতীয়দের, সোশ্যাল মিডিয়ায় ধিক্কৃত প্রিয়ঙ্কা চোপড়া
ABP Ananda, Web Desk
Updated at:
05 Jun 2018 11:39 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -