দীপিকা, ক্যাটরিনাদের পিছনে ফেলে ‘সেক্সিয়েস্ট’ এশিয় মহিলা প্রিয়ঙ্কা চোপড়া
সপ্তম স্থানে ক্যাটরিনা কাইফ ও শ্রদ্ধা কপূর রয়েছেন অষ্টম স্থানে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপঞ্চম পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান
চতুর্থ স্থানে আলিয়া ভট্ট
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন।
এতে উচ্ছ্বসিত নিয়া বলেছেন, এবার তিনি প্রিয়ঙ্কার মতো উচ্চতায় পৌঁছনোর সাহসটা পেতে পারেন।
ভারতে ছোট পর্দার তারকা নিয়া শর্মা রয়েছেন তালিকায় দ্বিতীয় স্থানে।
ইস্টার্ন আই-এর এন্টারটেনমেন্ট ডিরেক্টর ও ‘৫০ সেক্সিয়েস্ট এশিয় মহিলা’- সমীক্ষার প্রতিষ্ঠাতা আজাদ নাদির প্রিয়ঙ্কাকে সৌন্দর্য, বুদ্ধিমত্তা,সাহসিকতা ও সুন্দর একটা মনের দুরন্ত মিশেল বলে অভিহিত করেছেন।
অনলাইন এই সমীক্ষায় যাঁরা তাঁকে ভোট দিয়েছেন তাঁদের ধন্যবাদ জানিয়েছেন প্রিয়ঙ্কা। তিনি বলেছেন, এর কৃতিত্ব তাঁর নয়। দর্শকদের চোখ ও তাঁর জেনেটিক্সকে এ জন্য কৃতিত্ব দিয়েছেন প্রিয়ঙ্কা। তিনি বলেছেন, আমি কৃতজ্ঞ, ধারাবাহিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
২০১৬-তে দীপিকা পাড়ুকোন এশিয়ার সেক্সিয়েস্ট মহিলা হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
ব্রিটেনের একটি সাপ্তাহিক সংবাদপত্রের বার্ষিক জনমত সমীক্ষায় ৩৫ বছরের কোয়ান্টিকো তারকা রয়েছেন তালিকার শীর্ষে। ‘এশিয়ার ৫০ সেক্সিয়েস্ট মহিলা’ বেছে নিতে এই সমীক্ষা চালায় ‘ইস্টার্ন আই’ নামে সংবাদপত্রটি। পত্রিকার সমীক্ষায় এই নিয়ে রেকর্ড পঞ্চমবার তালিকার শীর্ষে থাকলেন প্রিয়ঙ্কা।
এই নিয়ে পর পর পাঁচবার এশিয়ার ‘সেক্সিয়েস্ট’ মহিলা হিসেবে বেছে নেওয়া হল বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -