মুম্বই:  লাইট, ক্যামেরা, অ্যাকশন....লেন্সের সামনে ও পিছনে (ছবির প্রযোজনায়) এবং গানে, নিজেকে দক্ষ প্রমাণের পর এবার কলম ধরলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। আত্মজীবনী লিখছেন তিনি। আগামী বছরই প্রকাশ্যে আসবে এই আত্মজীবনী। সূত্রের খবর, প্রিয়ঙ্কা এখানে সেই সমস্ত কথাই বলবেন, যা তাঁর সম্পর্কে আজ পর্যন্ত সকলের কাছে অজানা। অচেনা প্রিয়ঙ্কাকে চিনবেন সবাই।

অভিনেত্রী নিজেই জানিয়েছেন, তাঁর বইয়ের নাম 'আনফিনিশড'। পেঙ্গুইন র‍্যান্ডম হাউস ইন্ডিয়ার তরফে বইটি প্রকাশ করা হবে।

মার্কিন মুলুকে বইটি প্রকাশ করবে ব্যালেন্টাইন বুকস, ইউকেতে মাইকেল জোসেফ।

প্রিয়ঙ্কার কথায়, বইটিতে থাকবে কিছু সৎ কথা, মজার কিছু ঘটনা। তাঁর সাহসী চরিত্রটি যেটা সাধারণত অন্তরালে থাকে, সেটাই দেখতে পাবেন সবাই, জানিয়েছেন প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কা সাধারণত একজন প্রাইভেট পার্সন। যিনি ব্যক্তিগত কথা, অনুভূতি সাধারণত প্রকাশ্যে আলোচনা করতে ভালবাসেন না। কিন্তু এখন তিনি নিজেকে সকলের সামনে মেলে ধরতে প্রস্তুত। তাই আত্মজীবনীতে অনেক কথাই প্রিয়ঙ্কা খোলাখুলি বলবেন।

তবে নিজের আত্মজীবনীর মাধ্যমে মহিলাদের অনুপ্রেরণা দিতে চান পিগি চোপস। মহিলাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে চান তিনি।