লস অ্যাঞ্জেলস: মার্কিন টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’-র জন্য ফেভারিট ড্রামাটিক টিভি অ্যাকট্রেস বিভাবে পিপলস চয়েস অ্যাওয়ার্ড পেলেন প্রিয়ঙ্কা চোপড়া। এ নিয়ে দ্বিতীয়বার এই পুরস্কার পেলেন তিনি।



গত বছর প্রিয়ঙ্কা প্রথমবার ফেভারিট অ্যাকট্রেস ইন আ নিউ টিভি সিরিজ বিভাগে জেতেন এই পুরস্কারটি। ‘কোয়ান্টিকো’-য় তিনি এফবিআই এজেন্ট অ্যালেক্স প্যারিস।