কলকাতা: জল্পনা চলছিল নিক জোনাস (Nicku Jonas)-কে নিয়ে। কিন্তু বোনের বিয়েতে যে প্রিয়ঙ্কা চোপড়াও (Priyanka Chopra)-ও আসবেন না, তা ভাবতে পারেননি কেউই। লেক পিচোলার ধার সাত পাকে বাঁধা পড়লেন রাঘব চড্ডা (Raghav Chaddha) ও পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। তবে গড়হাজির রইলেন পরিণীতির 'মিমি দিদি' প্রিয়ঙ্কা। সোশ্যাল মিডিয়ায় অবশ্য লম্বা পোস্ট করে শুভেচ্ছাবার্তায় ভরালেন ছোট বোনকে। 


সোশ্যাল মিডিয়ায় আজ পরিণীতির বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরে, তাই নিজের প্রোফাইল থেকে পোস্ট করেন প্রিয়ঙ্কা। লেখেন, 'পিকচার পারফেক্ট। তোমার জীবনের নতুন অধ্যায়ের জন্য অনেক অনেক ভালবাসা পাঠালাম। চোপড়া পরিবারে স্বাগত রাঘব। আশা করি তুমি খুব তাড়াতাড়িই আমাদের পাগলামির সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারবে।


তিসা.. তুমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর কনে। তুমি আর রাঘব চিরকাল একে অপরের খেয়াল রেখো। পাশে থেকো আর ভালবাসো। তোমায় অনেক অনেক ভালবাসা পরিণীতি।'


 






প্রসঙ্গত, প্রিয়ঙ্কার পরিণীতির বিয়েতে না আসা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। অনেকেই বলেছেন, পরিণীতি যদি প্রিয়ঙ্কার নিজের বোন হত, তাহলে কী প্রিয়ঙ্কা এমনভাবে না আসতে পারতেন? অন্যদিকে প্রিয়ঙ্কার মা মধু চোপড়া সাংবাদিকদের জানান, প্রিয়ঙ্কা কাজে ব্যস্ত তাই আসতে পারেননি। অন্যদিকে, প্রিয়ঙ্কাকে দেখা গেল, মেয়ে মালতির সঙ্গে খেলায় ব্যস্ত তিনি। 


পরিণীতির বাগদানে হাজির হয়েছিলেন প্রিয়ঙ্কা। দিল্লিতে হয়েছিল রাঘব-পরিণীতির বাগদান। তবে যে রাজস্থানে প্রিয়ঙ্কা নিজেই সাত পাকা বাঁধা পড়েছিলেন, সেখানে নিজেই এলেন না তিনি। দেখা গেল না নিককেও। পরিণীতির মিমি দিদি তাঁর জীবনের নতুন অধ্যায়ে পাশে রইলেন না। 


পরিণীতি রবিবার সকালে ইনস্টাগ্রামে তাঁর বিয়ের ছবিগুলি শেয়ার করেন। কেউ বলছেন তাঁর বিয়ের পোশাকের রং পার্ল হোয়াইট । আবার কখনও ছবিতে তা ধরা পড়েছে বেইজ রঙে। ছবি শেয়ার করে পরিণীতি লেখেন, "প্রাতঃরাশের টেবিলে প্রথম  আলাপ থেকেই, আমাদের হৃদয় জানত। অনেক দিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম.. অবশেষে মিস্টার অ্যান্ড মিসেস হতে পেরে ধন্য! একে অপরকে ছাড়া থাকতে পারছিলাম না .. আমাদের একসঙ্গে সারাজীবনের জন্য পথ চলা শুরু হল"। আর রাঘবের  পোশাকের দায়িত্বে ছিলেন পবন সচদেবা। বিয়ের দিন তাঁর পরনে ছিল আইভরি রঙের শেরওয়ানি , মাথায় অফ হোয়াইট রঙা পাগড়ি। গলায় ছিল মুক্তোর মালা। চেনা পরিচিত চশমাটি নেই। বরবেশে রাঘবকে লাগছিল বেশ অন্যরকম।  


আরও পড়ুন: Parineeti Chopra Raghav Chadha Wedding Pics : বিয়ের ওড়নায় প্রেমের সাক্ষর, পরিণীতি লম্বা ভেইলে সূচিকর্মে রাঘব-নাম