মাদ্রিদ: রবিবাসরীয় মাদ্রিদ ডার্বির (Madrid Derby) আগে পর্যন্ত লা লিগায় (La Liga) ১০০ শতাংশ রেকর্ড ছিল রিয়াল মাদ্রিদের (Real Madrid)। কার্লো আনসেলোত্তির দল নিজেদের পাঁচটি ম্যাচ জিতেছিল রিয়াল। তবে শহরের আরেক দল আতলেতিকোর (Atletico Madrid) বিরুদ্ধে সেই দৌড় থামল। ৩-১ গোলে পরাজিত হতে হল লস ব্লাঙ্কোসকে। তাদেরই প্রাক্তনী আলভারো মোরাতা (Alvaro Morata) জোড়া গোল করে ম্যাচের নায়ক হয়ে উঠেন। এই ম্যাচ হারায় পুনরায় লিগের শীর্ষে পৌঁছনোর সুযোগ হাতছাড়া করলেন টনি ক্রুজরা।


মাদ্রিদ ডার্বি মানেই হাড্ডাহাড্ডি লড়াই আর টানটান উত্তেজনা। এদিন এই ম্যাচের সাক্ষী থাকার জন্য কানায় কানায় ভর্তি ছিল আতলেতিকোর মেট্রোপলিটানো স্টেডিয়াম। ঘরের মাঠে মাত্র চার মিনিটের মাথায় গোল করে দর্শকদের উল্লাস করার সুযোগ করে দেন মোরাতা। স্যামুয়েল লিনোর ক্রস থেকে দুরন্ত হেডারে আতলেতিকোকে লিড এনে দেন মোরাতা। তবে এক গোলে এগিয়ে গেলেও, দিয়েগো সিমিওনের দল কিন্তু আক্রমণ থামায়নি। ম্যাচের ১৮ মিনিটে সাউলের ক্রস থেকে আঁতোয়া গ্রিজ়ম্যানের হেডারে লিড দ্বিগুণ করে আতলেতিকো।


তবে রিয়াল মাদ্রিদ কখনও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ম্যাচের ৩৫ মিনিটে টনি ক্রুজের দুরন্ত শটে ব্যবধাণ অর্ধেক করে লস ব্লাঙ্কোস। প্রথমার্ধ আতলেতিকোর পক্ষে ২-১ শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতেই ৪৬ মিনিটে মোরাতা ফের একবার রিয়ালের জালে বল জড়িয়ে দেন। এবারও গোলের জন্য নিখুঁত ক্রসটি আসে সাউল নিগেজ়ের পা থেকে। রিয়াল আরও চাপে পড়ে যায়। গোটা দ্বিতীয়ার্ধ জুড়েই আতলেতিকো নিজেদের দাপট বজায় রাখে। নিজেদের মধ্যে সুন্দর পাসিং ফুটবল খেলে বল দখলে রেখে ম্যাচ শেষ করেন মোরাতারা।


এই জয়ের ফলে পাঁচ ম্য়াচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পাঁচ নম্বরে উঠে এল আতলেতিকো। অপরদিকে, প্রথম ম্যাচ হেরে রিয়াল মাদ্রিদ শীর্ষস্থান থেকে একেবারে তিনে নেমে গেল। আনসেলত্তির দল অবশ্য আতলেতিকোর থেকে একটি ম্যাচ বেশি খেলেছে। আপাতত ১৬ লিগ তালিকায় এক ও দুই নম্বরে রয়েছে কাতালুনিয়ার দুই দল বার্সেলোনা ও জিরোনা। উভয় দলই ছয় ম্য়াচ খেলে ১৬ পয়েন্ট পেয়েছে। তবে গোলপার্থক্য এগিয়ে থাকায় আপাতত একে বার্সা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: পেনাল্টি থেকে গোল সুনীলের, মায়ানমারের বিরুদ্ধে ড্র করে এশিয়ান গেমসের শেষ ষোলোয় ভারত