কলকাতা: গতবছর মুক্তি পেয়েছিল শ্রীজাত (Srijato) পরিচালিত প্রথম ছবি 'মানবজমিন' (Manobjamin)। শ্রীজাত পরিচালিত প্রথম ছবি এটি, মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। এই ছবিটির প্রযোজক ছিলেন রানা সরকার (Rana Sarkar)। এই ছবির প্রচারের সময়েই মেদিনীপুরে একটি অবৈতনিক বিদ্যালয়ের শিলান্যাস করেছিলেন সমস্ত কলাকুশলীরা। আর বছর ঘুরে, সেই বিদ্যালয় তৈরির কাজ শেষের পথে!


পর্দায় এক স্কুলের গল্প, পড়াশোনার জন্য লড়াইয়ের গল্প তুলে ধরেছিল 'মানবজমিন'। আর সেই ছবির প্রচারের সময়েই মেদিনীপুরে একটি অবৈতনিক বিদ্যালয়ের শিলান্যাসের কাজ শুরু হয়েছিল। প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা যাতে বিনা পয়সায় পড়াশোনা করতে পারে, সেই উদ্যোগেই তৈরি করা হচ্ছিল এই স্কুল। সম্প্রতি রানা সরকার জানালেন, তাঁদের সেই স্কুল তৈরি প্রায় শেষের পথে। 


রানা সরকার জানিয়েছেন, স্কুল তৈরীর কাজ প্রায় শেষের দিকে। সব ঠিক থাকলে, আর কিছুদিনের মধ্যেই বাচ্চারা বিদ্যালয়ে পড়াশুনা করতে আসতে পারবে। বিদ্যালয় প্রাঙ্গণ ভরে উঠবে কচিকাচাদের কলতানে। এই উদ্যোগে রানা সরকার পাশে পেয়েছেন বিধায়ক জুন মাল্য চুনি কোটাল মেমোরিয়াল ট্রাস্ট এবং পশ্চিম মেদিনীপুর প্রশাসনকে।


রানা এবিপি লাইভকে (ABP Live) জানিয়েছেন, পুজোর আগেই উদ্বোধন হয়ে যাবে এই স্কুলের। এখন জোরকদমে চলছে শেষপর্যায়ের কাজ। রানার মতে, ছবি বড়পর্দায় হিট হোক বা ফ্লপ তাতে কিছু যায় আসে না। সিনেমার মাধ্যমে যাতে একটু হলেও সমাজকে বদলানো যায়, সেই চেষ্টাই করা হচ্ছে। শালবনির প্রত্যন্ত একটি প্রান্তরে এই স্কুল তৈরি হচ্ছে। 


ছবির গল্পে দেখানো হয়েছিল, স্কুল তৈরি করার জন্য লড়াই করছেন প্রিয়ঙ্কা আর পরমব্রত। এক গ্রামের মেয়েদের স্কুল বানানোর চেষ্টা করছেন তাঁরা। ২ বছর ধরে। এই আশায় নাকি মেয়েদের বিয়ে আটকে রেখেছেন গ্রামের অনেকেই। কিন্তু অর্থের অভাবে বন্ধ হয়ে যায় সেই স্কুল তৈরির কাজ। অন্যদিকে পরাণ বন্দ্যোপাধ্যায় নাকি স্বর্গের জমি কেনার জন্য টাকা জমাচ্ছেন। এই নিয়ে পরমব্রত ও প্রিয়ঙ্কার সঙ্গে তাঁর বচসা। সত্যিই কী পরকাল বলে কিছু রয়েছে? স্বর্গের জমি কেনা যায়?  অদ্ভুত এক টানাপোড়েনের গল্প তুলে ধরেছিল শ্রীজাতর প্রথম ছবি 'মানবজমিন'। 


 






আরও পড়ুন: Shah Rukh Khan: 'ম্যায় হুঁ না'-তে অনেকগুলো শট বাদ গিয়েছিল শাহরুখের হাসির জন্য! গল্প শোনালেন ফারহা