কলকাতা: রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-র পরে এবার নটি বিনোদিনী (Noti Binodini)-র বেশে অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। আজ সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর লুক শেয়ার করে নিয়েছে প্রযোজক রানা সরকার (Rana Sarkar)। সেইসঙ্গে দিয়েছেন একগুচ্ছ জানা অজানা খবর নতুন ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে' নিয়ে।
প্রিয়ঙ্কার ছবি প্রকাশ করেই রানা সাফ জানিয়েছেন, বিনোদিনী দাসীকে নিয়ে কোনও নতুন ছবির ঘোষণা করছেন না তিনি। 'লহ গৌরাঙ্গের নাম রে'-ছবিতে একটি গুরুত্বপূর্ণ অংশ গিরীশ ঘোষ ও বিনোদিনী দাসীর গল্প, সেই অংশের জন্যই বিনোদিনী হিসেবে বেছে নেওয়া হয়েছে প্রিয়ঙ্কা সরকারকে। অন্যদিকে গিরীশ ঘোষ (Girish Ghosh)-এর ভূমিকায় দেখা যাবে ব্রাত্য বসু (Bratya Basu)-কে।
এ তো গেল ছবির খবর। কিন্তু এখানেই থামলেন না রানা। প্রায় সবাই জানতেন, 'লহ গৌরাঙ্গের নাম রে'-র পরিচালনার দায়িত্বে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। তবে আজ রানা জানালেন, ছবির চিত্রনাট্য সৃজিত তৈরি করলেও, তিনি এই ছবি পরিচালনা করছেন না। রানা লিখেছেন, 'ছবিটির শ্যুটিং শুরু করব জুন মাসে পুরীর রথযাত্রা দিয়ে। তারপর কখন শেষ হবে ও মুক্তি পাবে, এই মুহূর্তে বলা যাচ্ছে না।'
আরও পড়ুন: Victor Banerjee: নন্দিতা-শিবপ্রসাদের পরিচালনায় প্রথমবার ভিক্টর বন্দ্যোপাধ্যায়, থাকছেন অনুসূয়াও
শেষে রানা লিখেছেন, 'আপাতত প্রিয়াঙ্কার লুক প্রকাশ করছি যাতে অনেক নটি বিনোদিনীর মধ্যে আমাদের কাস্টিং হারিয়ে না যায়'। নাম না করে কী রানা এখানে বোঝাতে চেয়েছেন রামকমলের নতুন ছবি 'বিনোদীনি-একটি নটির উপাখ্যান'-কে? তার উত্তর অবশ্য পাওয়া যায়নি। আপাতত প্রিয়ঙ্কা না রুক্মিণী, কে বিনোদিনীর চরিত্রে বেশি নজর কাড়ছেন, তাই নিয়ে চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।