কলকাতা: পরপর দুটো হিন্দি ছবির কাজ শেষের পর এবার পরবর্তী কাজে মন দিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায় (Srijit Mukherji)। তাঁর নতুন ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'। ছবিতে কোন চরিত্রে কাকে দেখা যাবে? শ্রীচৈতন্যের চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে (Parambrata Chatterjee), নটী বিনোদিনীর চরিত্রে অভিনয় করবেন প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) ও গিরিশ ঘোষের চরিত্রে দেখা যাবে ব্রাত্য বসুকে (Bratya Basu)।
এক সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক জানান, ঐতিহাসিক চরিত্রদের ক্ষেত্রে কোন অভিনেতা বা অভিনেত্রীকে নেওয়া হবে তা বাছতে বেশ চিন্তাভাবনা করতে হয়। অনেক ভেবেচিন্তেই নটী বিনোদিনীর চরিত্রে প্রিয়ঙ্কাকে বাছা হয়েছে।
অন্যদিকে সম্প্রতি মিতালি রাজের জন্মদিনে নতুন ছবি 'শাবাশ মিঠু'-র (Shabaash Mithu) পোস্টার প্রকাশ করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)।
তাপসী পান্নুর (Taapsee Pannu) সঙ্গে কাজ করছেন তিনি। তাঁর নতুন ছবি 'শাবাশ মিঠু'-তে নাম ভূমিকায় দেখা যাবে তাপসী পান্নুকে। মিতালি রাজের বায়োপিক এই 'শাবাশ মিঠু'। পোস্টার শেয়ার করে সৃজিত লেখেন, একটা মেয়ে আর তাঁর ব্যাট গোটা পৃথিবীর সমস্ত রেকর্ড আর বস্তাপচা ধ্যানধারণা ভেঙে দিল। তুমি এই সবকিছু সম্ভব করেছো। শুভ জন্মদিন মিতালি রাজ। ৪ ফেব্রুয়ারি ২০২২ সালে 'শাবাশ মিঠু' আসছে প্রেক্ষাগৃহে।
অন্যদিকে পায়ের চোট সামলে উঠছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার। নতুন ছবির জন্য উত্তেজিত তিনিও।
আরও পড়ুন: Richa Chadha Ali Fazal Marriage: সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আলি ফজল-রিচা চড্ডা, কবে?