ভোপাল: ফের চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। বাড়ছে সংক্রমণ। এই অবস্থায় মধ্যপ্রদেশ সরকার ফের নৈশ কার্ফু জারি করল। আজ বৃহস্পতিবার রাত ১১ থেকে ভোর পাঁচটা পর্যন্ত জারি থাকবে নৈশ কার্ফু। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা বলবৎ থাকবে। ট্যুইটারে এক ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। প্রয়োজন হলে আরও পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 


শিবরাজ বলেছেন, করোনার অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে সবার সতর্ক থাকার সময় চলে এসেছে। তিনি বলেছেন, ওমিক্রন দ্রুতহারে ছড়াচ্ছে। ইংল্যান্ডে প্রতিদিন আক্রান্তের সংখ্যা প্রায় এক লক্ষ। আমেরিকাতেও দৈনিক আড়াই লক্ষ সংক্রমণ ঘটছে। 


এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সবার কাছে করোনার তৃতীয় ঢেউ এড়াতে এবং সংক্রমণ যাতে ফের না বাড়ে, তা নিশ্চিত করতে আগাম সতর্কতামূলক সব ধরনের ব্যবস্থা অবলম্বনের আবেদন জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় ও যত দ্রুত সম্ভব করোনা টিকা নেওয়ার আর্জি  জানিয়েছেন। 


ইন্দোর ও ভোপালে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেছেন, দ্বিতীয় ঢেউয়ের সময় যে সমস্যার মুখোমুখি হতে হয়েছে, তা ভোলা সম্ভব নয়। 


মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত করোনা মোকাবিলায় ১০ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে। এই রাজ্যে অবশ্য এখনও পর্যন্ত অতি সংক্রামক ওমিক্রন আক্রান্তের হদিশ এখনও পাওয়া যায়নি। এর আগে এদিন রাজ্যের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, গত এক মাসে ইন্দোর বিমানবন্দরে বিদেশ থেকে আসা ১৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। চিফ মেডিক্যাল ও হেল্থ অফিসার চিকিৎসক বিএস সাইত্যা জানিয়েছে, গত এক মাসে দেশের বিভিন্ন বিমানবন্দর হয়ে রাজ্যের ইন্দোরে যে ৩,৩০০ জন এসেছেন, তাঁদের ২,১০০ জনের পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁরা ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণের শিকার হয়েছেন কিনা, তা খতিয়ে দেখতে তাঁদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে।