মুম্বই:  বলিউড ডিভা প্রিয়ঙ্কা চোপড়াও আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন বলে দাবি করে শোরগোল ফেলে দিয়েছেন তাঁর প্রাক্তন ম্যানেজার প্রকাশ জাজু। কিন্তু জাজুকে ‘মিথ্যেবাদী’ বলে মন্তব্য করেছেন প্রিয়ঙ্কার মা মধু। জাজুকে ‘জেলখাটা আসামী’ও বলেছেন তিনি।

২০০০ থেকে ২০০৪ পর্যন্ত প্রিয়ঙ্কার ম্যানেজার ছিলেন জাজু। গতকাল টুইটারে তিনি দাবি করেন, প্রিয়ঙ্কা বলিউডে জায়গা পাওয়ার লড়াই চালানোর সময় তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। একবার ২০০২-এ প্রাক্তন বয়ফ্রেন্ড অসীম মারচেন্টের মা মারা যাওয়ার পর। জাজুর দাবি, মারচেন্টের মায়ের খুব ঘনিষ্ঠ ছিলেন ‘কোয়ান্টিকো’ তারকা, তাঁর মৃত্যু একেবারেই মেনে নিতে পারেননি।

জাজুর এই দাবির পরিপ্রেক্ষিতে প্রিয়ঙ্কার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি বর্তমানে লস অ্যাঞ্জেলেসে বেওয়াচ-এর শ্যুটিং-এ ব্যস্ত।  যদিও তাঁর মা মধু ক্ষোভ উগরে দিয়ে টুইটারে লিখেছেন, ‘ওই মিথ্যেবাদী...তো জেলও খেটেছে... ওর হয়ে ক্ষমা চাইতে ওর বৃদ্ধ বাবা-মা প্রিয়ঙ্কার পা ধরেছিলেন’।

উল্লেখ্য, জাজুকে ম্যানেজার পদ থেকে সরিয়ে দেওয়ার পর প্রিয়ঙ্কার সঙ্গে তাঁর সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। জাজু প্রিয়ঙ্কার বিরুদ্ধে পাওনাকড়ি না দেওয়ার অভিযোগে ফৌজদারি মামলাও দায়ের করেন।

পাল্টা মামলা দায়ের করেন প্রিয়ঙ্কার বাবা। মেয়ের গোপনীয়তায় হস্তক্ষেপের অভিযোগ দায়ের করেন প্রিয়ঙ্কার বাবা অশোক চোপড়া। এর পরিপ্রেক্ষিতে জাজুকে ৬৭ দিন জেলে কাটাতে হয়।