মুম্বই: ১৯৮৭ সালের সুপারহিট ছবি 'মিস্টার ইন্ডিয়া'র (Mr India) দ্বিতীয় ভাগ (sequel) আসতে চলেছে? এক সাক্ষাৎকারে সেই ইঙ্গিতই দিলেন প্রযোজক বনি কপূর (Boney Kapoor)।


'মিস্টার ইন্ডিয়া ২' আসছে?


সম্প্রতি বনি কপূর একটি দক্ষিণী ছবি 'থুনিভু' (Thunivu) প্রযোজনা করলেন। এবার নাকি তিনি জনপ্রিয় হিন্দি ছবি 'মিস্টার ইন্ডিয়া'র সিক্যোয়েল তৈরিতে হাত দিচ্ছেন। প্রসঙ্গত এই ছবিতে অভিনয় করেছিলেন তাঁর ভাই অনিল কপূর (Anil Kapoor) ও তাঁর প্রয়াত স্ত্রী শ্রীদেবী (Sreedevi)।


সম্প্রতি এক সাক্ষাৎকারে বনি কপূর খোলসা করে বলেন, 'আমি মিস্টার ইন্ডিয়া ২ (Mr India 2) বানাবো। এমনকী আমি যদি খুব শীঘ্রই সেই কাজে হাত লাগাই তাহলে অবাক হবেন না।' তিনি আরও বলেন, 'ওয়ান্টেড, নো এন্ট্রি ও মিস্টার ইন্ডিয়ার মতো ছবিগুলির সিক্যোয়েল বানানোর আবদার এসেছে।'


প্রযোজক আরও বলেন, 'এমন মানুষও আছেন যাঁরা চাইছেন 'হাম পাঁচ'ও আবার নতুন করে তৈরি হোক। আমার কিছু ছবি ইতিমধ্যেই নতুন করে তৈরি হয়ে গেছে। যেমন 'ও সাত দিন', বা 'পোঙ্গা পণ্ডিত'। আমাদের পুরানো সময়ের থেকে কিছু চলচ্চিত্র আছে যেগুলি আবার একটি নতুন প্রেক্ষাপটে তৈরি হয়েছে, উন্নত প্রযোজনা সহ।'


প্রসঙ্গত, অনিল কপূর ও শ্রীদেবী অভিনীত 'মিস্টার ইন্ডিয়া' ১৯৮৭ সালের ২৫ মে মুক্তি পায়। সেই সময় এই ছবির বাজেট ছিল প্রায় ৩.৮ কোটি টাকা এবং বক্স অফিসে আয় করেছিল প্রায় ১০ কোটি টাকা। শেখর কপূর পরিচালিত এই ছবির প্রযোজনা করেছিলেন বনি কপূর ও সুরিন্দর কপূর। অমরিশ পুরি অভিনীত ছবির খল চরিত্র 'মোগ্যাম্বো'ও দর্শকের মন জয় করেছিল। এটি ছিল সেলিম ও জাভেদ জুটির লেখা সর্বশেষ চিত্রনাট্য। এরপর তাঁরা আলাদা হয়ে যান।


আরও পড়ুন: 'Pathaan': দেশজুড়ে প্রায় ৫০ হাজার অনুরাগীর জন্য 'পাঠান'-এর বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা কিং খান ফ্যান ক্লাবের


ছবির গল্প মূলত আবর্তিত হয় অরুণ ও তাঁর সঙ্গে থাকা একঝাঁক অনাথ শিশুদের নিয়ে। এক গ্যাংস্টার তাঁদের বাড়ি হাতানোর জন্য তাঁদের উত্যক্ত করতে থাকে। এই ঝামেলার শিকার হয়ে অরুণের সঙ্গে থাকা শিশুদের একজন মারা যায়, তারপরই নিজের বাবার আবিষ্কার 'অদৃশ্য ঘড়ি' ব্যবহার করে লড়াই শুরু করে সে।


প্রসঙ্গত, প্রযোজক বনি কপূর পা রাখতে চলেছেন অভিনয় জগতেও। লভ রঞ্জনের আগামী ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এ অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এই ছবির প্রধান দুই চরিত্রে রয়েছেন রণবীর কপূর ও শ্রদ্ধা কপূর। এই প্রথম তাঁদের জুটি বাঁধতে দেখা যাবে।