নয়াদিল্লি: ভারতের সর্বকনিষ্ঠ প্রযোজক জ্যাকি ভাগনানি (Jackky Bhagnani ) এখন বেশ কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত। একাধারে চলছে একাধিক ছবি ও মিউজিক ভিডিওর কাজ। বর্তমানে ভারতীয় বায়ুসেনার (Indian Air force) জন্য একটি ছবিতে কাজ করছেন এই তারকা এবং কার্গিল যুদ্ধের (Kargil war) ওপর ভিত্তি করে ছবির মূল ভূমিকা তৈরি হয়েছে। জ্যাকি ভাগনানি, যিনি সর্বদা ভারতীয় বায়ুসেনার কাজ দ্বারা অনুপ্রাণিত হয়েছেন, অবশেষে নিজের লেন্সের মাধ্যমে বিশ্বের কাছে তাঁদের গল্প বলার সুযোগ পেয়েছেন।


ভারতীয় বায়ুসেনা জওয়ানদের প্রতি জ্যাকির শ্রদ্ধা


নিজের আগামী এই কাজের ব্যপারে কথা বলতে গিয়ে প্রযোজক বলেন, 'আমি শুরু থেকেই এয়ারফোর্সের বিশাল ভক্ত, এবং ভারতীয় বিমানবাহিনী কার্গিলের যুদ্ধে যে অবদান রেখেছে তা বিশ্বের আর কেউ করতে পারেনি। তাই যখন আমি গ্রুপ ক্যাপ্টেন অনুপম বন্দ্যোপাধ্যায় সাহেবের সঙ্গে দেখা করার সুযোগ পেলাম, যিনি অত্যন্ত নম্র, ভদ্র একজন মানুষ, তাঁর সঙ্গে কথা বলার মধ্যে উষ্ণতা ছিল, তখন আমি ভাবলাম যে এই গল্পটি অবশ্যই বলা উচিত।'


তিনি আরও বলেন, 'আমাদের ৩ ঘণ্টার আড্ডা শেষে, তিনি আমাকে বলেন তাঁকে একটি প্রতিশ্রুতি দিতে হবে যে ভারতীয় বিমান বাহিনীর গর্ব যেন যে কোনও মূল্যে বজায় রাখা হয়। আমি তাঁকে কথা দিয়েছি। একজন ভারতীয় হিসেবে এবং একজন তরুণ ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হিসেবে, আমরা তাঁর নির্দেশনায় এটি অর্জন করব, এবং এমন একটি চলচ্চিত্র তৈরি করব যা দেখার পরে প্রত্যেকে একজন ভারতীয় হিসেবে গর্বিত বোধ করবে। আমি সৌভাগ্যবান যে বন্দ্যোপাধ্যায় স্যর আমার প্রতি বিশ্বাস রেখেছেন এবং আমাকে সারা বিশ্বের কাছে ভারতের গর্বের গল্প বলার সুযোগ দিয়েছেন।'


আরও পড়ুন: Vineet Kumar Singh Exclusive: 'আবারও নিজের লেখা গল্প নিয়ে প্রযোজক-পরিচালকের কাছে যাব, কিন্তু হার আমি মানব না'


অন্যদিকে, কাজের ক্ষেত্রে আপাতত টাইগার শ্রফের 'গণপথ' ও অক্ষয় কুমার, টাইগার শ্রফ অভিনীত 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ'র প্রযোজনার দায়িত্বে রয়েছেন জ্যাকি।