কোহিমা: ফের সোশ্য়াল মিডিয়ায় তোলপাড় ফেলে দিলেন নাগাল্যান্ডের (nagaland) মন্ত্রী (minister) তেমজেন ইমনা অ্যালং। সৌজন্যে একটি ভিডি (video)।


কী হয়েছে?
সমুদ্র নাকি বিশাল জলপ্রপাত? একঝলকে বোঝা কঠিন। তবে একটু তাকিয়ে থাকলে বোঝা যায়, এই দুটোর একটিও নয়। উপত্যকার গা ঘেঁষা ঢাল বেয়ে জলের তোড়ের মতো যেটা নেমে আসছে, সেটা আসলে মেঘ। দুরন্ত সুন্দর  ভিডিওটি টুইটারে দিয়ে তেমজেন লিখেছেন, 'উপত্যকার গা ঘেঁষে মেঘ নামছে। সুন্দর না? জায়গাটা কোথায় বলুন দেখি ?পাওলেনথাং টুবোই-কে ধন্যবাদ। এই অসাধারণ মুহূর্তটি ক্যামেরাবন্দি করার জন্য।' গত সোমবার ভিডিওটি টুইট করে তেমজেন। এখনও পর্যন্ত ২ লক্ষেরও বেশি ভিউ হয়েছে। ১১ হাজারেরও বেশি লাইট। হাজার হাজার মানুষ রি-টুইট করেছেন। সঙ্গে কমেন্টের বন্যা। কেউ লিখেছেন, 'অসাধারণ। আপনিও কি গুনগুন করছেন?' কেউ আবার জায়গাটি কোথায় তা বোঝার চেষ্টা করেছেন। লেখা, নাগাল্যান্ডেরই কোনও শহর নিশ্চয়ই? তবে সকলের মুখেই ছবির মতো আঁকা ওই দৃশ্যের প্রশস্তি। তবে খুব হাতেগোনা কয়েক জনই জায়গাটা আন্দাজ করতে পেরেছেন। রাজধানী শহর কোহিমার কাছে একটি উপত্যকার ভিডিও ওটি। 


আগেও শোরগোল ফেলেন তেমজেন...
নাগাল্যান্ডের উচ্চশিক্ষা ও আদিবাসী বিষয়ক মন্ত্রী তেমজেন আগেও মজার ভিডিও টুইট করে শোরগোল ফেলেছেন সোশ্যাল মিডিয়ায়। ১৯৯৯ সালে নিজের প্রথম দিল্লি সফর সংক্রান্ত একটি অভিজ্ঞতা নিয়ে হালেই একটি ক্লিপ দিয়েছিলেন টুইটারে। সেটিও মুহূর্তে ভাইরাল হয়। কয়েক দিন আগে নিম্নরুচির কটাক্ষের জবাবে তিনি যা বলেছিলেন, সেই ক্লিপও ভাইরাল হয়। তাঁকে বলতে শোনা যায়, ‘‘লোকে বলেন পূর্বদিকের মানুষের চোখ ছোট। আমাদের চোখ ছোট, তবে দৃষ্টিশক্তি বেশ প্রখর। চোখ ছোট হওয়ার আরও সুবিধাও আছে, চোখে নোংরা ঢোকে না। আবার ঘণ্টার পর ঘণ্টা একঘেয়ে অনুষ্ঠান চললে দিব্যি ঘুমিয়ে নিতেও পারি।’’   


এবার অবশ্য দুরন্ত নৈসর্গিক দৃশ্য় উপহার দিয়ে ভাইরাল তিনি। 


আরও পড়ুন:ওয়েলে নেমে বিক্ষোভ-স্লোগান, রাজ্যসভায় তৃণমূলের ৭ জন সহ ১৯ জন সাংসদ সাসপেন্ড