কলকাতা: সদ্যই বেশ কিছু বাংলা ছবি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। একদিকে যেমন দর্শকদের মন ছুঁয়েছে সিনেমার গল্প আর অভিনয়, তেমনই বক্তঅফিসে ছাপ ও ফেলেছে একাধিক ছবি। এই ছবি গুলির মধ্যে রয়েছে একেনবাবুর গল্প, 'বেনারসে বিভীষিকা'। এছাড়াও রয়েছে 'অঙ্ক কি কঠিন', 'কিলবিল সোশ্যাইটি'-র মতো একাধিক সিনেমা। তবে মুক্তির আগেই কোনও বাংলা সিনেমা নিয়ে এমন উন্মাদনা দেখা যায়নি অনেকদিন। হু হু করে শেষ হচ্ছে অগ্রিম বুকিংয়ের টিকিট। বলিউড সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে শো পাচ্ছে এই বাংলা সিনেমা। 'ধূমকেতু' (Dhumketu)।
এই সিনেমার মুক্তি নিয়ে উন্মাদনার পিছনে অনেকগুলি কারণ রয়েছে। প্রথম কারণটি অবশ্যই দেব (Dev) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly)-র জুটি। ৯ বছর এই জুটিকে একসঙ্গে দেখা যায়নি। তাঁদের ব্যক্তিগত সম্পর্ক প্রভাব ফেলেছে সিনেমাতেও। একটা সময়ে তাঁদের প্রেমের সম্পর্ক ছিল, সেই কথা টলিউডের কারোর অজানা নয়। প্রত্যেকেই চাইতেন, বিয়ে করুক দেব-শুভশ্রী। তবে তাঁদের প্রেমের সম্পর্ক টেঁকেনি। দুজনেই নিজের নিজের মতো করে জীবন সাজিয়ে নিয়েছেন। শুভশ্রী বিয়ে করেছেন রাজ চক্রবর্তীকে। সংসার পেতেছেন। দুই ফুটফুটে সন্তান রয়েছে তাঁর। অন্যদিকে দেবের জীবনেও এসেছে তাঁর বান্ধবী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। 'ধূমকেতু'-র পরে আর একসঙ্গে সিনেমা করেননি দেব শুভশ্রী। তাঁদের জুটিতে এখনও মিস করেন দর্শক। আর সেই সিনেমা এতদিন পরে মুক্তি পাচ্ছে বড়পর্দায়। দেব শুভশ্রী জুটিকে আবার কবে বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে, সেই উত্তর দর্শকেরা এখনও জানেন না। ফলে দেব শুভশ্রী জুটির রসায়নকে ফের একবার পর্দায় দেখতে উৎসুক দর্শকেরা।
অন্য কারণটি অবশ্যই কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের সিনেমা। এই পরিচালকের সিনেমা মানেই দর্শকদের একটা আলাদা প্রত্যাশা থাকে। দেব আর শুভশ্রীকে নিয়ে পরিচালক কী গল্প সাজিয়েছেন, তা দেখার জন্য অপেক্ষা করছেন অনুরাগীরা। ছবির ট্রেলার, টিজার ইতিমধ্যেই উত্তেজনা তৈরি করেছে অনুরাগীদের মধ্যে। তাঁরা এবার, অপেক্ষায় রয়েছেন ১৪ তারিখের। এ তো গেল দর্শকদের কথা। কিন্তু 'ধূমকেতু' নিয়ে কী প্রত্যাশা রয়েছে ছবির প্রযোজক রানা সরকারের?
এবিপি লাইভ বাংলা এই প্রশ্ন রেখেছিল প্রযোজক রানা সরকারের কাছে। প্রযোজক বলছেন, 'ধূমকেতু আমার কাছে একটা ফিক্সড ডিপোজিট হয়ে দাঁড়িয়েছে। ব্যাঙ্কে টাকা রাখলে সেটা বেড়ে দ্বিগুণ হয়, 'ধূমকেতু'-র ক্ষেত্রে সেটা ৩ গুণ হয়েছে। কেবল আয়ের দিক থেকে নয়, এটা সিনেমা আর আবেগের দিক থেকে। এই সিনেমাটার জন্য আমরা প্রচুর খেটেছি। বাধ্য হয়ে নয়, ভালবেসে। আমরা নৈনিতাল, সিমলা, কলকাতা.. সমস্ত জায়গায় শ্যুটিং করেছি। সেই শ্যুটিংয়েও কম বিপত্তি হয়নি। নৈনিতালে এত বরফ পড়ল, কৌশিক গঙ্গোপাধ্যায় অসুস্থ হয়ে পড়লেন। আবার কখনও শুভশ্রী ফ্লাইটের টিকিট পায়নি। দেব তো অনেকবার সড়কপথ হয়ে পৌঁছেছে শ্যুটিং লোকেসনে। তারপরে দেবের দীর্ঘক্ষণ মেক আপ.. সব মিলিয়ে যথেষ্ট কঠিন ছিল সবটা। এতগুলো দিন, এতগুলো বছর.. আমরা একদিনের জন্য ও ধূমকেতু-কে ভুলে যাইনি। আমরাও অপেক্ষা করছিলাম সিনেমাটা দর্শকদের দেখানোর জন্য। দর্শকদের উৎসাহ দেখে মনে হচ্ছে... আমাদের সঙ্গে দর্শকদের অপেক্ষাও ছিল এত বছর ধরে।'
'ধূমকেতু'-র প্রিমিয়ার শো বাতিল করা হয়েছে। তার পিছনে কি কোনও বিশেষ কারণ রয়েছে? রানা বলছেন, 'সবার অভিযোগ ছিল, দেব শুভশ্রীকে কেন একসঙ্গে দেখা যাচ্ছে না? আমরা দেব আর শুভশ্রীকে এক মঞ্চে এনেছি। একটা দুর্দান্ত শো হয়েছে। এবার দর্শকদের টিকিট কেটে, সিনেমাহলে গিয়ে দেব শুভশ্রীকে একসঙ্গে দেখে হবে। আরও একটা কারণ রয়েছে। প্রিমিয়ারে টিকিটের এত চাহিদা ছিল যে সেটা আমাদের পক্ষে সামলানো সম্ভব হচ্ছিল না। সেই কারণেই আপাতত স্থগিত রাখা হয়েছে প্রিমিয়ার। দর্শকেরা আগে হলে টিকিট কেটে সিনেমাটা দেখুক। পরে স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হবে না হয়।