নয়াদিল্লি:  শ্যুটিং শুরুর দিন থেকে বিভিন্ন কারণে বিতর্কের কেন্দ্রে সঞ্জয় লীলা বনশালির 'পদ্মাবৎ' (পদ্মাবতী) ছবিটি। দেশজুড়ে প্রতিবাদের মুখে পিছিয়ে যায় ছবি মুক্তির দিন। সেন্সর বোর্ডের চাপের মুখে পরিবর্তন করতে হয় ছবির বেশ কয়েকটি দৃশ্যে, সঙ্গে বদল করা হয় ছবির নামও। কিন্তু তারপরও যেন বিতর্ক থামতেই চাইছে না বনশালির ছবি নিয়ে। সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র দিলেও, ছটি রাজ্যে এ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে ছবির মুক্তি।

এবার সেই ছ রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন পদ্মাবৎ ছবির নির্মাতারা। আদালত নির্মাতাদের আবেদন শুনতে রাজি হয়েছে।

প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ.এম খানউইলকার এবং ডিওয়াই.চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ অতিরিক্ত গুরুত্ব দিয়ে আবেদন বিবেচনা করবেন বলে জানিয়েছেন। আগামী ২৫ জানুয়ারি, এই ছবির মুক্তির দিন স্থির হয়েছে।

প্রসঙ্গত, পাঁচ রাজ্যের সঙ্গে গতকাল হরিয়ানা সরকারও পদ্মাবৎ মুক্তিতে তাদের অনিচ্ছার কথা জানিয়ে দিয়েছে। হরিয়ানা ছাড়া গুজরাত, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ডে  পদ্মাবৎ মুক্তির ওপর আগেই নিষেধাজ্ঞা জারি হয়েছে।