সেঞ্চুরিয়ন: নিজে প্রথম ইনিংসে দুরন্ত শতরান করেও দ্বিতীয় টেস্টে ভারতের হার বাঁচাতে পারলেন না বিরাট কোহলি। অধিনায়কের লড়াই সত্ত্বেও ১৩৫ রানে হেরে গেল ভারত। ২৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৫১ রানে অলআউট হয়ে গেল বিরাট কোহলির দল। অভিষেক টেস্টেই দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৯ রান দিয়ে ৬ উইকেট নিয়ে নায়ক হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি। ফলে এবারও দক্ষিণ আফ্রিকায় ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হল না। প্রথম দু’টি টেস্টেই হারের পর এবার হোয়াইটওয়াশ এড়ানোই ভারতের লক্ষ্য।

আজ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টেস্টের পঞ্চম দিন তিন উইকেটে ৩৫ রান হাতে নিয়ে খেলতে নামে ভারত।। শুরুতেই ফিরে যান চেতেশ্বর পূজারা (১৯)। ব্যাটিং বিভাগকে শক্তিশালী করার লক্ষ্যে রেকর্ড সংখ্যক ১০টি ক্যাচ নেওয়ার পরেই ঋদ্ধিমান সাহাকে বাদ দিয়ে যাঁকে দলে নেওয়া হয়েছিল, সেই পার্থিব পটেল (১৯) এই ইনিংসেও রান পেলেন না। ফলে তাঁকে কেন দলে নেওয়া হল, সেটা স্পষ্ট হল না। হার্দিক পাণ্ড্য (৬), রবিচন্দ্রন অশ্বিনও (৩) দলের প্রয়োজনের মুহূর্তে রান পেলেন না। রোহিত শর্মা (৪৭) ও মহম্মদ শামি (২৮) কিছুটা লড়াই করেন। কিন্তু রোহিত আউট হয়ে যেতেই ভারতের হার নিশ্চিত হয়ে যায়।