কলকাতা: বলিউডের আপকামিং ছবি 'প্রজেক্ট কে' নিয়ে চড়ছে উন্মাদনার পারদ। আর এরইমধ্য়ে প্রকাশ্য়ে এল এই ছবিতে দীপিকার লুক। ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর এলোমোলো চুল। দু চোখে তীক্ষ্ণ দৃষ্টি। পোশাক সাধারণ। আর এই লুক প্রকাশ্য়ে আসার পরই তা ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। ছবির সঙ্গে ক্য়াপশনে লেখা হয়েছে, আরও ভালো আগামীকালের জন্য একটি আশার আলো।


এই ছবিতে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) পাশাপাশি দেখা যাবে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), প্রভাস, কমল হাসান এবং দিশা পাটানির মত তারকারা।  মহা শিবরাত্রির (Maha Shivratri) দিনে ছবির পোস্টার প্রকাশ্যে এসেছিল।  ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও ছবির নতুন পোস্টার শেয়ার করে লেখেন, 'অমিতাভ - প্রভাস - দীপিকা: প্রজেক্ট কে মুক্তির তারিখ নিশ্চিত...'। আগামী বছরের ১২ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। নাগ অশ্বিন পরিচালিত এই ছবির প্রযোজক 'বৈজয়ন্তী মুভিজ'। 



কেমন ছিল সেই পোস্টার?


যুদ্ধক্ষেত্র বা ডক ধরনের একটি প্রেক্ষাপটে একটা বিশাল হাত পড়ে রয়েছে যার একটা আঙুল বিশেষ দিকে নিশানা করছে। চারিদিকে ভাঙা মেশিনও পড়ে রয়েছে। তার দিকে ক্যামেরার দিকে পিছন করে বন্দুক তাক করে আছে। নিচে লেখা, 'দ্য ওয়ার্ল্ড ইজ ওয়েটিং' অর্থাৎ পৃথিবী অপেক্ষা করছে।'


আরও পড়ুন...


ক্লান্তি আসছে সহজেই? বাড়ছে হাড়ে ব্যথা? ভিটামিন ডি-এর ঘাটতি হচ্ছে না তো? কীভাবে বুঝবেন?


এই ছবি নিয়ে নাগ অশ্বিন একটি বিবৃতিতে বলেছেন, "ভারত হল সর্বকালের সেরা কিছু বিদ্যা এবং সুপারহিরোদের জায়গা৷ আমরা মনে করি যে আমাদের ছবি এটিকে বিশ্বের সামলে তুলে ধরার এবং শেয়ার করার একটি প্রচেষ্টা৷ এবং কমিক-কন বিশ্বব্যাপী দর্শকদের কাছে আমাদের গল্পের পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিখুঁত মঞ্চ।"


এই ছবি সান দিয়েগো কমিক-কন (SDCC) ২০২৩-এ আত্মপ্রকাশের জন্য প্রথম ভারতীয় ছবি হতে চলেছে৷  এই ছবিটি কল্পবিজ্ঞান ঘরানার ও একাধিক ভাষায় তৈরি হচ্ছে। ছবির বিশাল সেট তৈরি হয়েছে 'রামোজি ফিল্ম সিটি'তে (Ramoji Film City)। এটি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ছবি হতে চলেছে বলে জানা গিয়েছে। 


'প্রজেক্ট কে' তেলেগু, হিন্দি, তামিল, মালায়ালাম, কন্নড় এবং ইংরেজি ভাষায় ১২ জানুয়ারী, ২০২৪-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial