নয়াদিল্লি: প্রভাস (Prabhas) অনুরাগীদের জন্য সুখবর। মহা শিবরাত্রির (Maha Shivratri) দিনে তাঁর আগামী ছবির পোস্টার এল প্রকাশ্যে। ঘোষণা হল 'প্রজেক্ট কে' (Project K) ছবির মুক্তির তারিখও (Release Date)। ছবিতে অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), অমিতাভ বচ্চনকেও (Amitabh Bachchan)। 


কবে মুক্তি পাবে 'প্রজেক্ট কে'?


প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন অভিনীত 'প্রজেক্ট কে' ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হল নির্মাতাদের তরফে। সেই সঙ্গে প্রকাশ্যে এল নতুন পোস্টারও। 


প্রভাস নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির নতুন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'তারিখটা হল ১২-১-২৪। প্রজেক্ট কে। মহা শিবরাত্রির শুভেচ্ছা।' ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও ছবির নতুন পোস্টার শেয়ার করে লেখেন, 'অমিতাভ - প্রভাস - দীপিকা: প্রজেক্ট কে মুক্তির তারিখ নিশ্চিত...'। আগামী বছরের ১২ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। নাগ অশ্বিন পরিচালিত এই ছবির প্রযোজক 'বৈজয়ন্তী মুভিজ'। 


পোস্টারটিও বেশ অন্য ধরনের। যুদ্ধক্ষেত্র বা ডক ধরনের একটি প্রেক্ষাপটে একটা বিশাল হাত পড়ে রয়েছে যার একটা আঙুল বিশেষ দিকে নিশানা করছে। চারিদিকে ভাঙা মেশিনও পড়ে রয়েছে। তার দিকে ক্যামেরার দিকে পিছন করে বন্দুক তাক করে আছে। নিচে লেখা, 'দ্য ওয়ার্ল্ড ইজ ওয়েটিং' অর্থাৎ পৃথিবী অপেক্ষা করছে। '


 






পোস্টারেই ঘোষণা করা হয়েছে ছবির মুক্তির তারিখ। গত মাসে দীপিকার জন্মদিনে নির্মাতাদের তরফে সিনেমায় অভিনেত্রীর লুক শেয়ার করা হয়। এই ছবি তামিল, তেলুগু ও হিন্দিতে মুক্তি পাবে। 


 






আরও পড়ুন: Smriti Irani Daughter's Reception: স্মৃতি ইরানির মেয়ের রিসেপশনে চাঁদের হাট, ফ্রেমবন্দি 'তুলসী-মিহির' জুটি


প্রসঙ্গত, গত মাসে মুক্তি পেয়েছে 'পাঠান'। যেখানে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকেও। বক্স অফিসে সেই ছবি এখনও দুর্দান্ত ব্যবসা করে চলেছে। ইতিমধ্যেই 'পাঠান' ৯৬০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।