কলকাতা: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) নাকি ইন্ডাস্ট্রি? ২০১০ সালের পর থেকে প্রসেনজিতের নামের সঙ্গে কার্যত জুড়ে গিয়েছে এই 'ইন্ডাস্ট্রি' শব্দটা। কিন্তু এই শব্দটা নিয়ে কী ভাবেন খোদ প্রসেনজিৎ? সোশ্যাল মিডিয়ায় এই প্রথম 'ইন্ডাস্টি' নিয়ে নিজের মনের কথা প্রকাশ্যে করলেন অভিনেতা।


সোশ্যাল মিডিয়ায় আজ একটি ছোট্ট ভিডিও প্রকাশ করেছেন প্রসেনজিৎ। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে 'অটোগ্রাফ' (Autograph) ছবির সংলাপ। কিন্তু তারপরেই প্রসেনজিৎ বলছেন, 'বিশ্বাস করুন, এই সংলাপ আমার নয়, সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) -এর লেখা। অটোগ্রাফ ছবির জন্য। আমি যেভাবে 'আমি চুরি করিনি' বলি, সেভাবেই বলছি, আমি নিজেকে 'ইন্ডাস্ট্রি' বলিনি বিশ্বাস করুন। আমায় এত গালাগালি করবেন না।'


 






অন্যদিকে আজ নতুন ছবি 'কাবেরী অন্তর্ধান'-এ কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন প্রসেনজিৎ।অভিনেতা বলছেন, 'কৌশিকের সঙ্গে কাজ করার জন্য যে কোনও অভিনেতাই মুখিয়ে থাকেন। আমিও ব্যতিক্রম নই। খুব কম সময়ে আমি চারটে কাজ করে ফেললাম কৌশিকের সঙ্গে। এই ছবির নামেই মধ্যেই একটা রহস্যেই ইঙ্গিত রয়েছে। তবে কেবল রহস্য নয়। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে যেমন একটা পারিবারিক গল্প থাকে, বার্তা থাকে, এই ছবিও তার ব্যতিক্রম নয়।'                           


আরও পড়ুন: Mimi Nusrat: বরফ গলল 'বোনুয়া' সম্পর্কের? মিমি-নুসরতকে ফ্রেমবন্দি করলেন যশ


সুরিন্দর ফিল্মস (Surindar Films) প্রযোজিত এই ছবিতে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। এছাড়াও রয়েছেন  চূর্ণী গঙ্গোপাধ্যায় ( Churni Ganguly), অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharyya), কৌশিক সেন (Kaushik Sen), পূরব শীল আচার্য (Purab Shil Acharya) ও অন্যান্যরা।