Jobs In Indian Army: ইন্ডিয়ান আর্মিতে টেকনিক্যাল গ্র্যাজুয়েট পদে চাকরির সুযোগ তৈরি হয়েছে। এই পদে আগ্রহী চাকরিপ্রার্থীদের  অবিলম্বে আবেদনের জন্য অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে। ইতিমধ্যেই এই পদে নিয়োগের আবেদনরে সময় শুরু হয়ে গিয়েছে।

Indian Army Recruitment: জেনে নিন গুরুত্বপূর্ণ তারিখএই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ১৫ ডিসেম্বরের মধ্য়ে অনলাইনে আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে গত ১৬ নভেম্বর থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।

Indian Army TGC 137th Course Vacancy DetailsName of the Stream No. of VacancyCivil                         11Computer Science 09Electrical                 03Electronics                06Mechanical                09Misc Engg Streams     02Total                       40 Posts

Jobs In Indian Army: শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও কোর্সের শেষ বর্ষে থাকা প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের শেষ বছরের প্রার্থীদের ০১ জুলাই ২০২৩-এর মধ্যে সব সেমিস্টার/বছরের মার্কশিট সহ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণ জমা দিতে হবে আবেদনের সময়। এই ধরনের প্রার্থীদের ভারতীয় মিলিটারি একাডেমি (IMA)-তে প্রশিক্ষণের খরচ পুনরুদ্ধারের জন্য একটি অতিরিক্ত বন্ডের ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হবে। এই বিষয়ে বিশদে জানতে অফিশিয়াল সাইট দেখতে হবে চাকরিপ্রার্থীদের।

Indian Army Recruitment: প্রার্থীর বয়সসীমা এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ২০ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। 

Jobs In Indian Army: আবেদন মূল্যএই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে কোনও আবেদনমূল্য দিতে হবে না ।

নিম্নলিখিত ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীর নির্বাচন করা হবে |Shortlisting Applications/PETSSB InterviewMedical Exam

আরও পড়ুন : Railway Recruitment 2022: রেলে চাকরির সুবর্ণ সুযোগ, প্রচুর পদে হচ্ছে নিয়োগ


Education Loan Information:

Calculate Education Loan EMI