কলকাতা: সামনেই মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), গার্গী রায়চৌধুরী (Gargee Roychowdhury) অভিনীত, অতনু ঘোষ (Atanu Ghosh)-এর ছবি 'শেষ পাতা' (Sesh Pata)। অন্যদিকে বলিউড ওয়েব সিরিজ জুবিলি (Jubilee) নিয়ে এই মুহূর্তে ব্যস্ত প্রসেনজিৎ। তার ফাঁকেই, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন 'শেষ পাতা'-র অভিনয়ের এক অভিজ্ঞতা। 


সোশ্যাল মিডিয়ায় ছবির একটি অংশ পোস্ট করেছেন প্রসেনজিৎ। সেখানে তাঁকে বলতে শোনা গেল, পুরনো প্রচলিত একটি ছড়া। আধো অন্ধকার, স্যাঁতস্যাঁতে একটি বাড়িতে কার্যত নেচে নেচে সেই ছড়াটি বলছেন প্রসেনজিৎ। তাঁর গলায় ঝরে পড়ছে বিরক্তি, ক্ষোভ, রাগ, অভিমান... কিন্তু চারটে লাইনের এই ছড়া বলতে গিয়ে নাকি যথেষ্ট বেগ পেতে হয়েছিল প্রসেনজিৎকে!


অভিনেতা বলছেন, 'এই কবিতাটা কীভাবে বললে তার ভিতরের সমস্ত রাগ, অভিমান, জ্বালা সমস্ত কিছু ফুটে উঠবে, সেটা নির্ধারণ করতে বেশ বেগ পেতে হয়েছে আমাদের। একটা ছন্দ থাকতে হবে আবার কবিতার মতোও শোনাবে না... এই চারটে লাইন নিয়ে আমি আর অতনু বোধহয় ১০০ দিনেরও বেশি আলোচনা করেছি। আর ওই গলাটাও বের করা বেশ কঠিন ছিল আমার পক্ষে।'


প্রসঙ্গত, অতনু ঘোষ (Atanu Ghosh) পরিচালিত ছবি 'শেষ পাতা'-র নতুন গান 'আমার জ্বলেনি আলো' দর্শকেরা শুনলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরীর (Gargee Roychowdhury)-র গলায়। এই গানটি সম্পর্কে এবিপি লাইভকে অভিনেত্রী বলেছিলেন,  'আমি চিরকাল পড়তে ভীষণ ভালবাসি। একটা সময় কবিতার মতো গীতবিতান পড়তাম রোজ। আনন্দে, দুঃখে যেন মানসিক আশ্রয় পেতাম রবীন্দ্রসঙ্গীতে। অতনুদা আমায় চিত্রনাট্যটা দিয়েই জানিয়েছিলেন, এই ছবির দুটো গান আমায় গাইতে হবে। দুইই রবীন্দ্রসঙ্গীত। তার মধ্যে একটা গান মুক্তি পেয়েছে। আমি রবীন্দ্রসঙ্গীতকে যেভাবে অনুভব করি, সেভাবেই গেয়েছি। হয়তো আরও অল্পবয়সে গাইলে এই গানটাই অন্যরকমভাবে গাইতাম। অভিজ্ঞতা যেন আরও পরিণত করেছে গানটাকে।'     


১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে 'শেষ পাতা'। ছবিতে প্রসেনজিৎ ও গার্গী ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)-ও।


আরও পড়ুন: Varun Dhawan: ক্লিনিকের বাইরে নাতাশাকে নিয়ে ক্যামেরাবন্দি, বাবা হচ্ছেন বরুণ ধবন?