কলকাতা: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) নাকি খাওয়া দাওয়ার ব্যাপারে ভীষণ হিসেবি! নিয়মের বাইরে খান না কিছুই। এহেন 'টলিউডের ইন্ডাস্ট্রি' হঠাৎ যদি সোশ্যাল মিডিয়ায় চকোলেট আর পেস্ট্রি খাওয়ার রিল দেন , তাহলে সেই রিল নিয়ে শোরগোল হবে বৈকি। তা সে যতই এক চামচ হোক, পছন্দের অভিনেতাকে পেস্ট্রি খেতে দেখে বেশ অবাক টলিউড থেকে শুরু করে অনুরাগীরাও। 


আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখানে দেখা যাচ্ছে, একটু রেস্তোরাঁয় বসে চকোলেট পেস্টি খাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে কেবল এক চামচ। নিজের মুখে অবশ্য স্বীকার বলছেন, এই মিষ্টি ডিশ তাঁর খুব প্রিয়। প্রসেনজিৎতের এই পোস্টে রাজ চক্রবর্তী মন্তব্য করেছেন, 'দাদা আমি জীবনে প্রথমবার তোমায় খেতে দেখছি।'


সদ্য মুক্তি পেয়েছে সোহম চক্রবর্তী ও প্রিয়ঙ্কা সরকার অভিনীত ছবি 'কলকাতার হ্যারি'। 'কলকাতার হ্যারি' ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবির প্রচারের সময় সাক্ষাৎকারে এবিপি লাইভকে সোহম বলেছিলেন, 'আমরা ছোটবেলা থেকেই মামুকে দেখে এসেছি শুধুমাত্র ডাবের জল, টকদই আর ব্ল্যাক কফি। বুম্বামামু ফিটনেসের দিকে খুব খেয়াল রাখতেন। অর্ধেক জিনিসই খেতেন না। এখনও তাই। তবে এখনও যদি মামুকে সামান্য ভাত খেতে দেখি, খুব অবাক হই। বলি, তুমি ভাত খাচ্ছো! সেই মানুষটার পাশে দাঁড়ালে আমাদের এখন বুড়ো লাগবে। ওঁর শরীরের ওপর খেয়াল রাখাটা শেখার মতো।'


আরও পড়ুন: Mahesh Babu Update: 'আমাকে নিয়ে ছবি বানানোর সামর্থ্য নেই বলিউডের', মহেশ বাবুর মন্তব্যে তোলপাড় নেট দুনিয়া


সামনেই মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন ছবি 'আয় খুকু আয়'। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন দিতিপ্রিয়া। প্রসেনজিতের মেয়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। আর প্রসেনজিতের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে রাফিয়াথ রশিদ মিথিলাকে। 


সৌভিক কুন্ডু (Sauvik Kundu) পরিচালিত 'আয় খুকু আয়' ছবির মুখ্যভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। নববর্ষের দিন মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার। শুরুতেই এক শিশুকণ্ঠ শোনা যাচ্ছে। 'বুম্বা আঙ্কল'-এর ছবির তালিকা জিজ্ঞেস করায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলায় সলজ্জ উত্তর, 'সে কি আর গুনে রেখেছি রে? মনেও থাকে না সব।' এরপরই উঠে আসে এক বাবার গল্প। তাঁর সঙ্গে একমাত্র মেয়ের সম্পর্কের গল্প। কারণ তাঁর মতে সব চরিত্র 'ভোলা যায় না'। বুম্বাদাকে বলে যেতে শোনা যায়, 'কিছু চরিত্র থাকে যারা ছেড়ে যেতে চায় না, আমাকে, সারা জীবন।'



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">