কলকাতা: কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly)-র পরিচালনায় চতুর্থ ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। আগামী বছরের ২০ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। আর সোশ্যাল মিডিয়ায় এবার ছবি নিয়ে মুখ খুললেন অভিনেতা নিজেই।                                                                                                                                                 


প্রসেনজিৎ বলছেন, 'কৌশিকের সঙ্গে কাজ করার জন্য যে কোনও অভিনেতাই মুখিয়ে থাকেন। আমিও ব্যতিক্রম নই। খুব কম সময়ে আমি চারটে কাজ করে ফেললাম কৌশিকের সঙ্গে। এই ছবির নামেই মধ্যেই একটা রহস্যেই ইঙ্গিত রয়েছে। তবে কেবল রহস্য নয়। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে যেমন একটা পারিবারিক গল্প থাকে, বার্তা থাকে, এই ছবিও তার ব্যতিক্রম নয়।'                           


সুরিন্দর ফিল্মস (Surindar Films) প্রযোজিত এই ছবিতে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। এছাড়াও রয়েছেন  চূর্ণী গঙ্গোপাধ্যায় ( Churni Ganguly), অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharyya), কৌশিক সেন (Kaushik Sen), পূরব শীল আচার্য (Purab Shil Acharya) ও অন্যান্যরা।                                                                                                                                                         


আরও পড়ুন: Aindrila Sharma News: ঐন্দ্রিলার মৃত্যুর ৭ দিন পরে সব্যসাচীকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রীর মা


সদ্য মুক্তি পেয়েছে এই ছবি পোস্টার। পোস্টারে কৌশিকের মুখে হাসি দেখে তাঁর চরিত্র সম্পর্কে প্রায় কিছুই বোঝা যায় না। কেবল তাঁর হাসির মধ্যে মিশে রয়েছে অনেক অনেক গল্প। কিছুটা হাতে আঁকা ধরণের এই পোস্টার। তার উপরেই রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মুখ। বিভ্রান্তি, অবাক, উৎকন্ঠা আর বিরক্তি মেশানো সেই অভিব্যক্তি। কোন ধারায় বইবে এই ছবির গল্প, তা পোস্টারে আন্দাজ করা কঠিন।