কলকাতা: সাত দিন পার ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)-র মৃত্যুর। তাঁর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি টলিউড থেকে শুরু করে সাধারণ মানুষ। আর আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিলেন অভিনেত্রীর মা শিখা শর্মা।                     


ধারাবাহিক থেকেই শুরু হয়েছিল ঐন্দ্রিলা আর সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)-র প্রেম। সেই ধারাবাহিকের ছবি দিয়ে তৈরী একটি ছোট্ট রিল ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রীর মা। সেখানে দেখা যাচ্ছে, ঐন্দ্রিলার দু গালে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন সব্যসাচী। একটি ধারাবাহিকের দৃশ্য। শিখা লিখেছেন, 'আমার সব্যর ঐন্দ্রিলা'                                                                             


আরও পড়ুন: Dilip Kumar Film Festival: শুরু হতে চলেছে দিলীপ কুমার ফিল্ম ফেস্টিভ্যাল


ঐন্দ্রিলার অসুস্থতার সময় সবসময় তাঁর পরিবারের পাশে ছিলেন সব্যসাচী। অভিনেত্রীর অসুস্থতার সময় কয়েকটা দিন সব্যসাচীর ঠিকানা ছিল ওই হাসপাতালই। অভিনেত্রীর মৃত্যুর পরেও সব্যসাচীই তাঁর পরিবারের ছেলের মতোই। সেই স্নেহ থেকেই শিখা শর্মা এদিন ভাগ করে নিয়েছেন সব্য ও ঐন্দ্রিলার ছবি। 


সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ভিডিও শেয়ার করে নিয়েছিলেন ঐন্দ্রিলা শর্মার দিদি। তখন ঐন্দ্রিলার বয়স খুব অল্প। তিনবার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। প্রথমবার অস্থিমজ্জার ক্যানসার, দ্বিতীয়বার ফুসফুসের ক্যানসার ও তৃতীয়বার ক্যানসার ছড়িয়ে গিয়েছিল ব্রেনে। শেষ লড়াইটা হেরে গিয়েছিলেন ঐন্দ্রিলা, কিত গত দুটো লড়াই জিতে গিয়েছিলেন তিনি। ফিরে এসেছিলেন জীবনের স্বাভাবিক ছন্দে। গত সেই লড়াইয়ের একঝলক এখনও ঝলমল করছে ঐন্দ্রিলার দিদির ওয়ালে।                                 


সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য্য লিখছেন, 'শক্তি ,সাহস ,যুদ্ধ, জয়ের আর এক নাম আমার বুনু'। সত্যিই তো তাই। ঐন্দ্রিলা হারতে পারেন না এই বিশ্বাস যেন মানুষের মনে ঢুকিয়ে দিয়েছিলেন তিনিই। আর তাই তৃতীয়বার ব্রেন স্ট্রোক হয়ে যখন হাসপাতালে ভর্তি হলেন তিনি, তখন সবাই ভেবেছিলেন এবারও ফিরে আসবেন লড়াকু মেয়েটা। বছর ২৪ এর মেয়েটার জন্য প্রার্থনা করেছিলেন প্রত্যেকেই। এইবার আর সবার বিশ্বাসকে সত্যি করে ফিরতে পারলেন না ঐন্দ্রিলা। ২০ নভেম্বর যখন তরুণী ঐন্দ্রিলা চলে গেলেন সবাইকে ছেড়ে, তখন অনেকেই যেন বিশ্বাস করতে পারেননি প্রথমটা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষকে মেনে নিতে হচ্ছে, ঐন্দ্রিলা নেই.. সত্যিই নেই। তবে মানুষ, অনুরাগীরা চিরকাল মনে রাখবেন তাঁকে। লড়াইয়ের আরেক নাম হিসেবে।