কলকাতা: ডিরেক্টর্স গিল্ড নিষেধাজ্ঞা তুললেও ফের বাধার মুখে পরিচালক রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee)। টেকনিশিয়ানরা না আসায় শুরু হল না শ্যুটিং। অপেক্ষায় প্রসেনজিৎ-অনির্বাণরা। শ্যুটিং আটকে, 'ডিপ্রেশনের মধ্যে' (depression) রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।
'ডিপ্রেশনের মধ্যে' রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কেন?
টেকনিশিয়ান স্টুডিওয় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, 'টেলিভিশন হোক বা ওটিটি হোক বা ফিল্ম, এই যে কাজটা আমরা করি, বিশেষ করে এই সিনেমা বানানোটা, তার ভিতরে বিশাল জিনিস আছে। যার জন্য গত ৯ দিন ধরে আমি, খুবই একটা মানসিক ডিপ্রেশনের মধ্যে আছি। আমরা রাতে শোওয়ার আগে একটা দৃশ্য পড়ি, পরদিন সকালে উঠে শ্যুটিংটা করব বলে, তার মধ্যে একটা ভালবাসা আছে। আমি গত ৯ দিন ধরে দেখছি, রাতে সিন পড়ছি, সকালে উঠে শুনছি শ্যুটিং হবে না। আমরা তো সবশেষে গিয়ে একটা অনুভূতি ফুটিয়ে তুলি পর্দায়, আমরা প্রত্যেকে আবেগপূর্ণ মানুষ, সে টেকনিশিয়ান, পরিচালক, অভিনেতা সকলেই। এই ইমোশনটা যদি আমাদের এখান থেকে চলে যায়, মানে ভালবাসা, একে অপরের প্রতি সম্মান যদি চলে যায়, তাহলে আমরা কিন্তু আর সৃষ্টি করতে পারব না কিছু। আর যদি আমরা সৃষ্টি না করতে পারি, আমি ৪০ বছরের ওপর কাজ করছি, দর্শকও আমাদের কাজ দেখবেন না। ভালবাসা, সম্মানের মধ্যেও ঝগড়াঝাঁটি হয়, কিন্তু নতুন জিনিসের সৃষ্টি ভালবাসা দিয়ে করা হোক। সেটা চলে কেন যাচ্ছে? এখানে কাউকে কিছু প্রমাণ করার নেই, সব শেষে থেকে যাবে ওই সিনেমা, বা সিরিয়াল বা ওটিটিটা। ইতিবাচক দিকে এগোতে হবে আমাদের।'
ডিরেক্টর্স গিল্ড এবং ফেডারেশনের নিয়ম না মেনে রাহুল বাংলাদেশের ওয়েব প্ল্যাটফর্মের জন্য সিরিজ বানাতে গিয়েছিলেন বলে অভিযোগ। বিষয়টি সংগঠনের কানে পৌঁছনোর পর সেই নিয়ে জবাব চাওয়া হয়। প্রথমে অস্বীকার করলেও, পরে 'ভুল' স্বীকার করে নেন রাহুল। এর পর তিন মাসের জন্য রাহুলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। সেই নিয়ে গত কয়েক দিন ধরেই টানাপোড়েন চলছিল। শেষ পর্যন্ত শুক্রবার সন্ধেয় রাহুলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ডিরেক্টর্স গিল্ড। রাজ নিজে এই ব্যাপারে পৌরহিত্য করেছিলেন। কিন্তু শুক্রবার রাতেই ফেডারেশন জানায়, নিষেধাজ্ঞা উঠছে না। রাহুল ফ্লোরে গেলে টেকনিশিয়ানরা যাবেন না ফ্লোরে। এর পর শনিবার সকালে রাহুল এবং বাকিরা সেটে পৌঁছনোর পরও শ্যুটিং শুরু না হওয়ায় তীব্র ক্ষোভ জানিয়েছেন রাজ। সংবাদমাধ্যমে এদিন রাজ বলেন, "যাঁরা ইন্ডাস্ট্রির পরিচালক, সে টিভির হোন বা OTT-র, অথবা সিনেমার, সকলে নিজের মতামত জানিয়েছেন। সকলেই খুব আহত। রাহুল পরিচালক হিসেবে ফ্লোরে গেলে নাটি টেকনিশিয়ানরা আসবেন না! আমি জানতে চাই, পরিচালকরা না এলে কাজটা হবে তো? এটা বড় অসম্মান।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।