অতসী মুখোপাধ্যায়, কলকাতা: ফের শ্যুটিংয়ে বাধার মুখে পড়লেন পরিচালক রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee)। তাঁর ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে ফেডারেশন। প্রতিবাদে একযোগে সরব টলিপাড়ার (Tollywood) সিংহভাগ পরিচালক। 'সবাইকে নিয়ে একসঙ্গে চলতে পারাটাই আসল ক্ষমতা, ফেডারেশন সভাপতির কাজ', তোপ দাগলেন প্রযোজক-অভিনেতা দেব (Dev)।


ফের বাধার মুখে রাহুল, সরব দেব


ডিরেক্টর্স গিল্ড নিষেধাজ্ঞা তুলে নিলেও, ফের শ্যুটিংয়ে বাধার মুখে পড়লেন টালিগঞ্জের পরিচালক রাহুল মুখোপাধ্যায়। আজ থেকে টেকনিশিয়ান স্টুডিও-তে নতুন ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। বাস্তবে দেখা যাচ্ছে, পরিচালক রাহুল মুখোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য-সহ অভিনেতারা পৌঁছে গেলেও আসেননি টেকনিশিয়ানরা। 


এই অবস্থায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রযোজক অভিনেতা দেব বলেন, 'একটা শ্যুটিং আজকে শুরু হওয়ার কথা ছিল। অনেকদিন ধরে এটা নিয়ে জল্পনা চলছিল যে রাহুল মুখোপাধ্যায় পরিচালক তার। যে নিষেধাজ্ঞা ওঁর ওপর জারি হয়েছিল, সেটাও তুলে নেওয়া হয়। অর্থাৎ তিনি পরিচালনা করতে পারেন। সেই অনুযায়ী আজ শ্যুটিং রাখা হয়। এদিকে আজ টেকনিশিয়ানরা আসেননি। আর শ্যুটিং বন্ধ। আমরা এই কাজ বন্ধ রাখা, বা আটকে রাখার বিরুদ্ধে। আমাদের সরকার থেকে শুরু করে সকলেই চান যে কাজ হোক, যত বেশি কাজ হবে তত বেশি বাংলা ইন্ডাস্ট্রির ভাল হবে। কিন্তু এই যে কোনও কারণ ছাড়া যে আজকে কাজটা বন্ধ করা হল, কোনও কারণ নেই এখনও পর্যন্ত। সেটা খুবই দুঃখজনক। ইন্ডাস্ট্রি হিসেবে কাজের সংখ্যা কমে যাচ্ছে, যেমন আগে মুম্বই বা বিভিন্ন জায়গা থেকে অ্যাড শ্যুট বা নানা ধরনের কাজ আসতো, সেগুলো ধীরে ধীরে ৯০ শতাংশ বন্ধ হয়ে গিয়েছে। আমি একটা কথাই বলতে চাই, কোনও প্রযোজক, কোনও অভিনেতা টেকনিশিয়ানের বিরুদ্ধে নয়। আমি, বুম্বা দা, অনির্বাণ, আমরা বহু বছর ধরে কাজ করছি, কোনও টেকনিশিয়ান বলতে পারবেন না, যে আমরা তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আমার 'খাদান' ছবির শ্যুটিং চলছে। প্রত্যেকদিন ২৫০-৩০০ জনের ইউনিট থাকে। প্রায় ২০০ জুনিয়র আর্টিস্ট থাকে, আমরা ৪০০-৫০০ জনকে নিয়ে শ্যুটিং করি প্রত্যেকদিন। এই কাজগুলি যদি বন্ধ হয়ে যায়, কোনও কারণ ছাড়া, জোর করে একটা ভুল ধারণা তৈরি করা হচ্ছে যে এটা টেকনিশিয়ানদের বিরুদ্ধে, সেটা ভুল।'


 



আরও পড়ুন: Rahool Mukherjee-Federation Conflict: সকাল থেকে দাঁড়িয়ে প্রসেনজিৎ-অনির্বাণরা, আজও শ্যুটিং হল না টলিপাড়ায়, ফেডারেশনকে দু'দিন সময় দিলেন রাজ


একসঙ্গে দেবের কথায় রীতিমতো নিশানায় ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অফ ইস্টার্ন ইন্ডিয়ার প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস। দেব বলেন, 'কোথায় বাংলা ছবি হচ্ছে বলুন তো? হাতে গোনা ১০টাও ভাল বাংলা ছবি রিলিজ হয় না সারা বছর ধরে। এটা তো বাকি দেশের কাছে একটা খারাপ ইঙ্গিত যাবে। আমার মনে হয় ফেডারেশনের ভাবা উচিত। কাজ বন্ধ করে, জীবনে হয়তো নিজের ইগো স্যাটিসফ্যাকশন হবে যে, 'দেখো আমি এটা করতে পেরেছি, আমার কত বড় সাহস, কত ক্ষমতা।' আমার মনে হয়, ক্ষমতা হচ্ছে সবাইকে নিয়ে চলতে পারা। সকলের বাড়িতে যেন রান্নাটা হয়, সকলে যেন শান্তিতে ঘুমোতে পারে। সবাই যেন একসঙ্গে চলতে পারে, এটাই তো ক্ষমতা, এটাই তো ফেডারেশনের প্রেসিডেন্টের কাজ। এই কাজ বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে আমি।' 






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।