কলকাতা: সকালটা শুরু হয়েছিল প্রয়াত বর্ষীয়ান অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee)-এর মৃত্যুর খবর দিয়ে । আর সন্ধে গড়াতেই আরও এক মৃত্যুসংবাদ । কাছের মানুষকে হারালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) । সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করে নিয়েছেন নিজেই । প্রয়াত হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গাড়িচালক, তাঁর নাম, বাবুসোনা মুখোপাধ্যায় । অভিনেতা তাঁকে বাবু বলেই সম্বোধন করতেন । সোশ্যাল মিডিয়ায় বাবুসোনা মুখোপাধ্য়ায়ের একটি ছবি শেয়ার করে নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় লিখেছেন, 'বাবু যেখানেই থাকিস ভালো থাকিস' । সোশ্যাল মিডিয়ায় এই খবরে শোকপ্রকাশ করেছেন অনেকেই । বিভিন্ন সময়েই গাড়ির সারথিরা খুব সহজেই হয়ে ওঠেন তারকাদের কাছের মানুষ । তাঁদের বিভিন্ন সফরে সঙ্গী হন তাঁরাই । সদা হাসিমুখ বাবুসোনা দীর্ঘদিন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের গাড়ি চালিয়ে এসেছেন । তাঁর এমন কিছু বয়স ও হয়নি । হাসিখুশি অমায়িক মানুষটি চলে গেলেন অকালেই । অভিনেতার পাশে দাঁড়িয়ে শোকপ্রকাশ করেছেন অনেকেই ।
অন্যদিকে, আজ প্রয়াত হয়েছেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় । তাঁর সঙ্গে একটা সময়ে কাজ করেছেন দেবশ্রী রায় । তাঁর প্রয়াণে, স্মৃতি উস্কে এবিপি লাইভকে দেবশ্রী রায় বলেছেন ।, 'জয়ের কথা বললেই আজ খুব মনে পড়ছে সিকিমে আমাদের শ্যুটিংয়ের কথা । কেবল জয় নয়, জয়ের গোটা পরিবার ছিল আমার ভীষণ ঘনিষ্ঠ । প্রথম ছবির শ্যুটিং করতে আমরা সবাই গিয়েছিলাম শ্যুটিংয়ে । আমার মা, দিদি, জয়ের পরিবার.. সবাই । শ্যুটিং যখন শেষ হয়ে এসেছে, সবাই মিলে পরিকল্পনা হল, নদীর ওপারে যাব । কাছেই একটা ছোট নদী ঝিরঝির করে বয়ে যাচ্ছে । শুনলাম তার ওপারে নাকি একটা দারুণ জায়গা রয়েছে । তখন বয়স অল্প.. সব ছোটরা মিলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হল । কিন্তু বড়দের বললে তো যেতে দেবেন না কেউ । অগত্যা পলায়ন । নদীর ওপারে গিয়ে যখন পৌঁছলাম, ঝুপসি অন্ধকার নেমে এসেছে । বুঝতে পারলাম, নেপাল বর্ডারে চলে এসেছি আমরা । সঙ্গে বড় কেউ নেই । সবাই আমাদের দিকে কীভাবে তাকাচ্ছে । জয়ের বোন রুমি, আমাদের মধ্যে একটু ডাকাবুকো । আমি ওর হাত ধরে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছি । শেষে অনেক কষ্টে একটা জিপ ম্যানেজ করে ক্যাম্পে ফিরলাম সবাই । তারপরে বড়দের থেকে সে কি বকুনি... আজ সেই দিনটা ভীষণ মনে পড়ছে ।'