কলকাতা: ছোটপর্দায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)! তিনি কী ধারাবাহিকে অভিনয় করছেন? বিষয়টা তা নয়, সান বাংলার ধারাবাহিক, 'লাখ টাকার লক্ষ্মীলাভ'-এ অতিথি হিসেবে দেখা যাবে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে! 'সিজন ২'-এর গ্র্যান্ড ফিনালেতে হাজির থাকবেন প্রসেনজিৎ।
সিজন ২-এর মাসিক ফিনালে হাসি, খেলায়, মজায় ভরপুর থাকবে। চূড়ান্ত পর্বে বিজয়িনী পাবেন ২ লাখ টাকা। সঙ্গে থাকছে, 'লক্ষ্মী'-দের জীবন সংগ্রামের গল্প। আর এই পর্বে, সেইসব গল্প শুনবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুধু শুনবেন না গল্প, পর্বের বিশেষ আকর্ষণ হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ডান্স পারফরম্যান্স। নায়কেরই ছবির জনপ্রিয় গান ' চোখ তুলে দেখো না' থেকে শুরু করে, 'আমি আমি জানি জানি'-সবেতেই পা মেলাবেন প্রসেনজিৎ। প্রতিযোগীরাও তাঁকে পেয়ে আপ্লুত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেকে 'জ্যেষ্ঠপুত্র' বলতেই বেশি পছন্দ করেন। প্রত্যেক প্রতিযোগীর জীবন সংগ্রামের কথা শুনে, তাঁদের উদ্বুদ্ধ ও করেন। এই শো যে শুধুমাত্র বিনোদনের একটা মঞ্চ নয়, সামাজিক দায়বদ্ধতা পালন করেছে সে কথাও বার বার তিনি জানিয়েছেন। আগামী ৩০ নভেম্বর, সন্ধ্যে ৬ টায় সান বাংলায় সম্প্রচারিত হবে এই শো-এর চূড়ান্ত পর্ব।
এই শো-তে যোগদান করা নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলছেন, 'আমার মনে হয়, শুধু পশ্চিমবঙ্গে কেন হয়তো ভারতবর্ষে এরকম একটা শো আগে কখনও হয়নি । 'লাখ টাকার লক্ষ্মী লাভ' আর এখন শুধু একটা গেম শো নেই, এই শো যেভাবে প্রভাব বিস্তার করেছে তাতে করে এখন 'লাখ টাকার লক্ষ্মী লাভ' একটা আবেগে পরিণত হয়েছে । অনেক অনেক ভাললাগা আর ভালোবাসা আমার তরফ থেকে এই শো এর জন্য । আরও বাংলার লক্ষ্মীরা উপকৃত হোক, তাঁদের স্বপ্ন সফল হোক, লাখ টাকার লক্ষ্মী লাভের হাত ধরে, এই কামনা করি।'
বাংলার সব মহিলারাই এই খেলায় অংশগ্রহণ করতে পারেন অডিশনের মাধ্যমে। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ এখন পাঁচ রাউন্ডে খেলা হয়। প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকে নগদ টাকার পুরস্কার। একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকে এক লক্ষ টাকার নগদ পুরস্কার। প্রতি পর্বে এখন থেকে তিনজনের বদলে চারজন করে মহিলা প্রতিযোগী থাকেন। কাউকেই খালি হাতে ফিরতে হয় না। নতুন এই ফরম্যাটে যুক্ত হয়েছে নতুন একটা খেলা। "টাকার খনি", "বল ফেলতে টাকা কুলো" এমন সব মজার খেলার সঙ্গে এখন খেলা হয় 'টাকার গদি'। গোটা শো-টি সঞ্চালনার দায়িত্বে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।