গুয়াহাটি: কলকাতায় পিচ নিয়ে প্রবল বিতর্কের মধ্য়ে পড়তে হয়েছিল। বিশেষ করে কোচ গৌতম গম্ভীরকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল ম্য়াচ হারার পর। নিজেদের পছন্দমতো পিচ পেয়েও হারতে হয়েছিল। এবার গুয়াহাটির পিচ নিয়ে অবশ্য একেবারে উলোটপুরাণ কুলদীপ যাদবের মুখে। বর্ষাপাড়া স্টেডিয়ামের পিচ থেকে সেভাবে সুবিধে না পেলেও এটাই টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ বলে মেনে নিয়েছেন কুলদীপ যাদব।
গুয়াহাটি টেস্টের দ্বিতীয় দিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে কুলদীপ বলেন, "টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পিচ। আর এই পিচে শাসন করাটাই সব বোলারের লক্ষ্য থাকে। ব্যাটিংয়ের জন্য উইকেট সহয়ক হলে দ্রুত অন্য কোনও উপায় বেছে নিতে হয় উইকেট তোলার জন্য। শনিবার আমরা দুর্দান্ত বোলিং করেছি। কিন্তু একটা সেশনে ওদের বড় জুটি আমাদের পিছিয়ে দিয়েছে। সামগ্রিক ভাবে সবাই চেষ্টা করেছে। বোলারদের জন্য খুব বেশি কিছু ছিল না, এমনকি পেসারদের জন্যও না। এটাই টেস্ট ক্রিকেট। এটা উপভোগ করতে হবে, এটা থেকে শিখতে হবে এবং পরিণত হতে হবে। উইকেট নিয়ে অতিরিক্ত চিন্তা করা উচিত নয়। কেবল খেলে যেতে হবে এবং মানিয়ে নিতে হবে।"
ভারতের মাটিতে আগামী টেস্ট ম্যাচ গুলোতে বোলাররাও সাহায্য পাবে বলে আশা রেখে কুলদীপ বলেন, "বোলারদের কথা ভেবেও উইকেট করা হবে, এই বিষয় আমি নিশ্চিত। আগামীদিনে হয়ত তেমন উইকেটেই খেলার সুযোগ পাব আমরা।"
দক্ষিণ আফ্রিকা বোর্ডে সাড়ে চারশোর বেশি রান তুলে ফেলেছে। তবে শেষবার কবে চারশো বা তার বেশি রান প্রথম ইনিংসে হজম করার পর সেই ম্য়াচে ভারত জয় ছিনিয়ে নিয়েছিল? ২০১৬ সালে এমনটা হয়েছিল। সেবার চেন্নাইয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চারশো বা তার বেশি রান বোর্ড তুলেছিল ইংল্যান্ড শিবির। সেই ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছিল ভারত।
সেই ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নেমে ইংল্য়ান্ড বোর্ডে তুলেছিল ৪৭৭। জবাবে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৭৫৯ রান বোর্ডে তুলতেই ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারতীয় শিবির। করুণ নায়ার অপরাজিত ৩০৩ রান করেন। ইংল্য়ান্ড ২০৭ রানে অল আউট হয়ে যায়। ভারত ম্য়াচ জেতে ইনিংস ও ৭৫ রানে। ভারতীয় বোলারদের মধ্যে রবীন্দ্র জাডেজা প্রথম ইনিংসে তিন উইকেট ও দ্বিতীয় ইনিংসে সাত উইকেট নেন।