কলকাতা: তাঁকে বলা হয়, 'ইন্ডাস্ট্রি'। টলিউডের কার্যত সব মানুষের সঙ্গেই তাঁর সখ্যতা রয়েছে। তবে শুধু টলিউডে নয়, বলিউডেও কাজ করে ফেলেছেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। আর এবার, হিন্দি ধারাবাহিকের প্রযোজনায় প্রসেনজিৎ। কথা ও ইউভি-র সফর নিয়ে আসছে নতুন ধারাবাহিক 'কভি নিম নিম কভি সেহদ সেহদ'। স্টার প্লাসের এই ধারাবাহিকে দেখা যাবে দুই নায়ক নায়িকার সফর। এই ধারাবাহিকের হাত ধরেই প্রথমবার হিন্দি ধারাবাহিক প্রযোজনা করছেন প্রসেনজিৎ। সামনেই শুরু হবে এই ধারাবাহিকের সম্প্রচার। আর নতুন ইনিংস শুরু হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও।
টলিউডে এর আগে ধারাবাহিকভাবে ধারাবাহিক প্রযোজনা করে আসছেন প্রসেনজিৎ। এখনও একাধিক চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে তাঁর প্রযোজনার ধারাবাহিক। আর এবার হিন্দি ধারাবাহিকেও পা রাখছেন প্রসেনজিৎ। অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, আর এবার সেই খবরে সিলমোহর পড়ল। হিন্দি ধারাবাহিকের প্রযোজনায় থাকছেন প্রসেনজিৎ। আজ নায়ক নায়িকার সঙ্গে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ-ও। সদ্য নতুন সিনেমার শ্যুটিং শেষ করেছেন প্রসেনজিৎ। ফের কাকাবাবু-র ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ-কে। আর এবার প্রযোজক হিসেবেও শুরু হল তাঁর নতুন ইনিংস। সোশ্যাল মিডিয়ায় আজ নতুন ধারাবাহিকের ঝলক ও শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ। সেখানে দেখা যাচ্ছে দুই নায়ক নায়িকাকে। এই ধারাবাহিকে অভিনয় করছেন আবরার কোয়াজি। এর আগেও একাধিক ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়েছেন তিনি।
'কাকাবাবু' ফ্রাঞ্চাইজিতে হয়েছে বড় বদল। প্রায় ৩ বছর পরে পর্দায় ফিরছে কাকাবাবু। মুখ্যভূমিকায় সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) থাকলেও, বদলে গিয়েছে অনেক কিছুই। সবচেয়ে বড় কথা, বদলে গিয়েছে পরিচালক ও। এর আগে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) ও প্রসেনজিতের হাত ধরে পর্দায় এসেছে কাকাবাবু। তবে ইতিমধ্যেই সৃজিত হাত ছেড়েছেন কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির। বদলে এবার কাকাবাবু-র পরিচালক হচ্ছেন চন্দ্রাশিস রায়। এর আগে প্রসেনজিৎকে নিয়ে পরিচালক তাঁর প্রথম ছবি ‘নিরন্তর’ তৈরি করেছিলেন। ফলে প্রসেনজিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে পরিচালকের। তবে এবারে তাঁর চ্যালেঞ্জ কাকাবাবু-র গল্প নিয়ে কাজ। এই বছরের গল্পের জন্য ‘বিজয়নগরের হিরে’ গল্পটি বেছে নেওয়া হয়েছে।