কলকাতা: 'প্রথম সবকিছু সবসময় বিশেষ..' ছেলের উদ্দেশে লিখছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। তাহলে কি টলিউডের 'ইন্ডাস্ট্রি'-র পুত্রের জীবনে শুরু হতে চলেছে নতুন ইনিংস? বড়পর্দায় পা রাখছেন তৃষাণজিৎ চট্টোপাধ্যায় (Trisanjeet Chatterjee)?
বড়পর্দায় না হলেও, অভিনয়ে তো বটেই। আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ। প্রথম নাটক মঞ্চস্থ করতে চলেছেন তৃষাণজিৎ। নাটকটির নাম, 'লর্ড অফ দ্য ফ্লাইজ' (Lord of The Flies)। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টারও শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ। সেখানে অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে দেখা যাচ্ছে তৃষাণজিৎকেও। নীল ব্লেজারে রয়েছেন তিনি।
পোস্টার শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন, 'প্রথম সবকিছু সবসময় খুব বিশেষ। প্রথম মঞ্চাভিনয়ের জন্য তোমায় অনেক অনেক শুভকামনা তৃষাণজিৎ। শুভকামনা 'লর্ড অফ দ্য ফ্লাইজ' -এর অন্যান্য অভিনেতা অভিনেত্রীদেরও। প্রসেনজিতের এই পোস্টে তৃষাণজিৎকে উচ্ছ্বসিত ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের অন্যান্য কলাকুশলীরাও।
প্রসেনজিৎ ও তৃষাণজিতের ভাল সম্পর্কের কথা জানেন সবাই। তৃষাণজিৎ ও তাঁর কথাবার্তায় হামেশাই উঠে আসে খেলা থেকে শুরু করে বিভিন্ন বিষয়। ছুটি পেলেই একসঙ্গে সময় কাটান বাবা ও ছেলে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাবা হিসেবে মিশুককে এমন কী দিতে চান যা নিজে কখনও বাবার থেকে পাননি? এবিপি লাইভকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেছিলেন, 'বাবার থেকে পাইনি এমন কিছু নেই। সব ঘরে ঘরেই বাবা ছেলের সম্পর্ক একই রকম হয়, আলাদা করা যায় না। তবে আমি যে আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়েছি, চেষ্টা করব মিশুককে যেন ওই কষ্টটা না করতে হয়। কিছুদিন আগেও মিশুক বাড়ি এসেছিল, আমায় বলল ও কোনও ছবির কাজে সহকারী হিসেবে থাকতে চায়। আমি বললাম, 'তাহলে তোমাকে প্রযোজক এডিটরের জন্য যে গাড়িটা দেবেন তাতে করেই যেতে হবে। তুমি যেখানেই যাচ্ছো, সেখানে জানবে তুমি বুম্বাদার ছেলে। কিন্তু তোমায় জানতে হবে আমাদের টেকনিশিয়ান বা পর্দার পিছনে যাঁরা কাজ করেন তাঁরা ঠিক কতটা লড়াই করেন। একজন তারকার দৃষ্টিভঙ্গি থেকে ইন্ডাস্ট্রিকে দেখলে চলবে না, শিকড়টা দেখতে হবে তোমায়। মিশুক ওই শিকড়টা জানুক, বুঝুক আগে, তারপরে কেরিয়ার বেছে নিক।'
আরও পড়ুন: Ankush Oindrila: বিয়ে কবে? জন্মদিনে ঐন্দ্রিলার কাছে ভাত-কাপড়ের দায়িত্ব নেওয়ার আবদার অঙ্কুশের