কলকাতা: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত ও দর্শকের প্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ফিরছেন তাঁদের পঞ্চাশতম ছবি নিয়ে। একে অপরের সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় অর্ধশতরান (50th Movie) করতে দেখা যাবে এই দুই তারকাকে, ৭ জুন থেকে। তার আগে প্রকাশ্যে এল সেই সিনেমার কয়েক ঝলক। কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) পরিচালনায় 'দৃষ্টিকোণ' ছবির পর ফের তাঁরই পরিচালনায় 'অযোগ্য' ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। কেমন হল ট্রেলার?
প্রকাশ্যে এল 'অযোগ্য' ট্রেলার
'দৃষ্টিকোণ', 'অর্ধাঙ্গিনী'র পর ফের একবার সম্পর্কের জটিলতা নিয়ে অন্য ধরনের এক গল্প বলতে আসছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। দুই প্রধান চরিত্রে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। তাঁদের সঙ্গে গল্পের গতি বৃদ্ধিতে রয়েছেন অপর তারকা শিল্পী শিলাজিৎ মজুমদার। প্রেম, ভালবাসা, বন্ধুত্ব, অপূর্ণ সম্পর্কের মিশেলে তৈরি এই প্রেমের গল্প কী 'অযোগ্য' না যোগ্যভাবেই মন জয় করতে পারবে দর্শকের? সেই উত্তর অবশ্য মিলবে ৭ জুনের পর।
ছবির ট্রেলারেই স্পষ্ট, ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত পর্ণা ও শিলাজিৎ মজুমদার অভিনীত রক্তিম স্বামী ও স্ত্রী। তাঁদের এক মেয়েও রয়েছে যাঁর একটি পা অচল। চাকরি চলে যাওয়া, সেই থেকে 'হাউজ হাজব্যান্ড' হয়ে থাকতে থাকতে অতিষ্ট রক্তিম কি বেছে নেবে আত্মহননের পথ? অন্যদিকে পর্ণা ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত প্রসেন যে ছোটবেলার সঙ্গী এবং তাঁদের যে অপূর্ণ প্রেমের সম্পর্ক দেখা যাবে, ট্রেলারে মিলেছে সেই ইঙ্গিতও। কীভাবে পর্ণার জীবনে ফিরে আসবে প্রসেন? রক্তিমের সঙ্গে কীভাবে গড়ে উঠবে তাঁর সম্পর্ক? কোন সাংঘাতিক খেলায় মাততে দেখা যাবে প্রসেনকে? সমস্ত উত্তর নিয়ে আসছে 'অযোগ্য', ৭ জুন, প্রেক্ষাগৃহে।
আরও পড়ুুন: Rakhi Sawant: সফল অস্ত্রোপচার! রাখী সবন্তের জরায়ু থেকে বের করা হয়েছে টিউমার, এখন কেমন আছেন?
স্বাভাবিকভাবেই দর্শক ফের একবার প্রসেনজিৎ ও ঋতুপর্ণাকে একসঙ্গে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায়। একসময়ের হিট এই জুটি বেশ অনেক বছরের বিরতির পর বড়পর্দায় ফিরেছিলেন 'প্রাক্তন' ছবির হাত ধরে। 'অযোগ্য' এই জুটির একসঙ্গে পঞ্চাশতম ছবি। সম্প্রতি এই ছবির প্রথম গান 'তুই আমার হ'বি না' প্রকাশ্যে এসেছে যা দর্শকদের বেশ মনে ধরেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।