নয়াদিল্লি: কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি রাখী সবন্ত (Rakhi Sawant)। তাঁর কী হয়েছে, সেই বিষয়ে বারবার বিস্তারিত তথ্য দিয়েছেন প্রাক্তন রীতেশ সিংহ (Ritesh Singh)। তিনিই জানিয়েছিলেন, রাখীর জরায়ুতে রয়েছে বড় টিউমার। আজ, ১৮ মে, সকালে তাঁর অস্ত্রোপচার হয়েছে। এদিন একটি ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে রাখীকে। 


অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে রাখী সবন্তের, বের করা হয়েছে টিউমার?


সম্প্রতি খবর মেলে রাখী সবন্ত ভর্তি হাসপাতালে। সেই থেকে উদ্বেগে তাঁর অনুরাগীরা। প্রথমে শোনা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে তাঁর প্রাক্তন স্বামী রীতেশ সিংহ জানান যে তাঁর জরায়ুতে বড় একটি টিউমার পাওয়া গিয়েছে। আজ সেই টিউমার অস্ত্রোপচার করে বের করা হয়। 


সংবাদমাধ্যম টাইমস নাও/টেলি টক ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রীতেশ জানান যে রাখীর অস্ত্রোপাচর শেষ হয়েছে। চিকিৎসকেরা সাফল্যের সঙ্গে ওই টিউমারটি বের করতে সক্ষম হয়েছেন। রীতেশ বলেন, 'অস্ত্রোপচার সফল হয়েছে। এখনও জ্ঞান ফেরেনি রাখীর। তন্দ্রাচ্ছন্ন রয়েছে এখনও। রাখীর জরায়ু থেকে ওই টিউমারটি চিকিৎসকেরা বের করেছেন। বেশ বড় টিউমার ছিল। আমাকে ডাক্তার টিউমারটি দেখিয়েছেন এবং প্রায় হাতের তালুর সমান মাপের। প্রথমবার আমি দেখে চমকে গেছিলাম।' তিনি এও জানান যে ৩ ঘণ্টা ধরে তাঁর অস্ত্রোপচার চলে। টিউমারটি ক্যান্সার পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। 


এদিন একটি ভিডিও পোস্ট করেন রীতেশ, ট্যাগ করেন রাখীকে। ঠিক অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময়ে রেকর্ড করা মুহূর্ত। ক্যাপশনে তিনি লেখেন, 'মন কাঁদছে, ভয়ও করছে। কিন্তু ঈশ্বরের ওপর বিশ্বাস আছে যে তিনি আমার খারাপ করবেন না। রাখীজি অপারেশন থিয়েটারে যাচ্ছেন। নিজের মাকে খুব মিস করছেন।' 


 






আরও পড়ুন: Bengali Daily Serial: মালবিকার মুখোশ খুলতে রক্তিম-ডালির জীবনে আসছে এবার ইভান-মেঘলা


তবে কিছুদিন আগে রাখীর অসুস্থতাকে 'নাটক' বলে দাবি করেন তাঁর অপর প্রাক্তন স্বামী আদিল খান। আদিল এক সাক্ষাৎকারে বলেন, 'কোনও ডাক্তারের রিপোর্ট নেই। কোনও চিকিৎসক কিছুই বলেননি। আমরা এও জানি না যে কোন হাসপাতালে ওঁকে ভর্তি করা হয়েছে। যদি হৃদরোগে আক্রান্ত হয়ে থাকে, আমার মনে হয় রুগীদের সাধারণত অক্সিজেন মাস্কের দরকার পড়ে, ওঁর (রাখী সবন্ত) তাও নেই। শুধুমাত্র পুলিশের কাছে খুব শীঘ্রই আত্মসমর্পণ করতে হবে বলে এসব করছে। জেলে যাওয়া থেকে নিজেকে বাঁচাতে এসব স্রেফ নাটক।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।