কলকাতা: জুবলি-র ( Jubilee) টিজার শেয়ার করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ওটিটি প্ল্যাটফর্মের সিরিজে এবার 'অটোগ্রাফ' দিতে চলেছেন তিনি। বলাইবাহুল্য তাই অধীর অপেক্ষায় গোটা টলি-বলি। আজ্ঞে হ্যাঁ এই ছবির মধ্যে দিয়ে ওটিটি-তে বলিউডে অন্যভাবে ধরা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। 


বলিউডের জন্মের গল্প নিয়ে লুটেরা-র পরিচালক। এই ছবি স্বাধীনতার পরবর্তী সময়ের কথা বলে। মূলত বলিউডের জন্মের গল্প নিয়ে তৈরি ইতিহাস। এই সিরিজটি পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতয়ানে। ইতিমধ্যেই তিনি উড়ান, লুটেরার মতো ছবির তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন। বিশেষ করে ইতিহাস ছোঁওয়া ও হেনরির 'দ্য লাস্ট লিফ' অনুসরণে, তার তৈরি লুটেরা আজও বারবার আলোচিত হয়। বলাইবাহুল্য বিক্রমাদিত্যর পরিচালনা, বলিউডের জন্মের ইতিহাসে নতুন করে ঝড় তুলবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অদিতি রাও, রাম কাপুর। ছবির চিত্রনাট্য তৈরি করেছেন বিক্রমাদিত্য মোতয়ানের পাশাপাশি সৌমিক সেন। এপ্রিলের ৭ তারিখ অ্যামাজন প্রাইমে দেখা যাবে এই সিরিজ। 


একাধিক বাধা পেরিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে পরিচালক অনুভব সিনহার 'ভিড়'


রাজকুমার রাওয়ের পাশাপাশি এই ছবির কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ কপূর, ভূমি পেডনেকার,আশুতোষ রানা এবং দিয়া মির্জা। ছবির প্রচারে এবার এক অভিনব পন্থা নিল ছবির টিম। আগামী ১৮ই মার্চ, শনিবার একটি বিশেষ ওয়াকথন ঘোষণা করল টিম 'ভিড়'। লকডাউন চলাকালীন যে পরীযায়ী শ্রমিকরা মাইলের পর মাইল হেঁটে নিজের বাড়ি ফিরেছেন, সেই শ্রমিকদের শ্রদ্ধা জানাতেই এই উদ্য়োগ বলে জানিয়েছে ছবির টিম। 


 প্রথমবার সারা ও বিক্রান্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? জানালেন চিত্রাঙ্গদা


এই ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করছেন বিক্রান্ত মেসি (Vikrant Messey), চিত্রাঙ্গদা সিং (Chitranga Singh) ও সারা আলি খান (Sara Ali Khan)। বিক্রান্ত ও সারার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল, এবার তা নিয়েই মুখ খুললেন চিত্রাঙ্গদা। তিনি জানালেন, 'সারা এবং বিক্রান্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো ছিল। দুজনেই বলিউডে প্রচুর কাজ করেছেন এবং এই ছবির কাস্টিং-এ তাঁরা দুজনেই যথাযথ'। কিছুদিন আগে প্রকাশ্য়ে এসেছিল এই ছবি নিয়ে এক নতুন তথ্য়। জানা গেছিল, মাত্র ৩৬ দিনে শ্য়ুট করা হয়েছে এই ছবি।পরিচালক পবন কৃপালিনি জানিয়েছিলে, "এটা সত্য যে আমি ৩৬ দিনে 'গ্যাসলাইট'-এর শুটিং করেছি। পাশাপাশি এটাও সত্য়ি  যে আমি নিয়ন্ত্রিত বাজেট এবং কঠোর শিডিউলের মধ্যে ছবির শ্য়ুটিং করতে পারি।  সঠিক ভাবে প্রস্তুতি নিলে এভাবে শ্য়ুটিং করা সম্ভব।"


রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor) অভিনীত 'তু ঝুটি ম্যায় মক্কার' (Tu Jhoothi Main Makkaar) মুক্তি পেয়েছে গত ৮ মার্চ। ৯ দিনে বক্স অফিসে কেমন লাভ করল এই ছবি? চলুন জেনে নেওয়া যাক।  রণবীর কপূর ও শ্রদ্ধা কপূর জুটির প্রথম ছবি 'তু ঝুঠি ম্য়ায় মক্কার' নিয়ে দর্শকের উন্মাদনার পারদ প্রথম থেকেই ছিল উর্দ্ধমুখী। মুক্তির পরও যে সিনেপ্রেমীরা এই ছবিতে বেশ মুগ্ধ তা বোঝা যাচ্ছে এই ছবির বক্সঅফিস কালেকশান দেখেই। 


নয় দিনে 'তু ঝুঠি ম্যায় মক্কার'-এর বক্স অফিস কালেকশন কেমন?


লভ রঞ্জনের পরিচালনায় এই প্রথম বড়পর্দায় জুটি বাঁধলেন রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor)। রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবি দ্বিতীয় দিনেও ভালই লাভ ধরে রাখল। নয় দিনের মাথায় এই ছবির আয় ছাড়াল ৯০ কোটি। প্রসঙ্গত, প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম সপ্তাহান্তেই ৭০ কোটি আয় করে ফেলেছিল এই ছবি। ফিল্ম সমালোচক তরণ আদর্শের ইন্সটা পোস্টেই উঠে এসেছিল এই খবর। 


প্রকাশ্যে স্বরা ও ফাহাদের গ্র্যান্ড রিসেপশনের ছবি 


লেহেঙ্গায় অসাধারণ স্বরা ভাস্কর। স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদের বিয়ের পর দিল্লিতে জমকালো রিসেপশনের আয়োজন করা হয়। স্বরা ও ফাহাদের রিসেপশনে উপস্থিত হয়েছেন মুম্বইয়ের তারকারা। স্বরার রিসেপশনের ছবিগুলি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ছবিতে নব দম্পতিকে খুব সুন্দর লাগছে বলে ইতিমধ্যেই ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন। গোলাপী ব্লাউজের সঙ্গে সোনালী লেহেঙ্গায় আরও সুন্দরী হয়ে উঠেছেন বরাবরের স্মার্ট স্বরা ভাস্কর।ভারী গয়না এবং মাথায় টিকলি পরে মোহময়ী হয়ে উঠেছেন স্বরা ভাস্কর। পাশাপাশি রিসেপশনের সাজে ততটাই সুন্দর ফাহাদ। ফাহাদ আহমেদের সঙ্গে ৬ জানুয়ারি গাঁটছড়া বেঁধেছিলেন  অভিনেত্রী স্বরা ভাস্কর। গত ১৬ ফেব্রুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ভিডিও পোস্ট করে সুখবর দিয়েছিলেন অভিনেত্রী।


আরও পড়ুন: Tu Jhoothi Main Makkaar : খুব শীঘ্রই ১০০ কোটির ক্লাবে নাম লেখাতে চলেছে রণবীর-শ্রদ্ধা জুটির প্রথম ছবি


টলিউডে নিয়োগ দুর্নীতির অভিশাপ আরও গাঢ় হচ্ছে?


আরও একাধিক অভিনেতা-অভিনেত্রীর কুন্তল ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে? ইডি (ED) সূত্রে অন্তত সেরকমই ইঙ্গিত। ইডি সূত্রে খবর, তাদের নজরে রয়েছেন টালিগঞ্জের আরও অন্তত ৪-৫ জন অভিনেতা-অভিনেত্রী। আগামী সপ্তাহে তাঁদের তলব করতে পারে ইডি, খবর সূত্রের। 'কুন্তলের ২টি অ্যাকাউন্টে সাড়ে ৬ কোটি টাকার লেনদেন হয়েছে, টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীর অ্যাকাউন্টে গিয়েছে টাকা। পার্টনারশিপ ফার্ম তৈরি করে শর্ট ফিল্ম তৈরির জন্য বিনিয়োগ করা হয়েছিল। বনি সেনগুপ্ত ও সোমা চক্রবর্তী প্রায় ১ কোটি টাকা ফেরত দিয়েছেন। কিন্তু এত টাকার উৎস কী, সদুত্তর দিতে পারেননি কুন্তল', দাবি ইডির আইনজীবীর।